Category: পরিবেশ দূর্ভোগ-দূর্যোগ সংবাদ

  • ৩২ লাখ টাকা ব্যয়ে ব্রিজ হতবাক এলাকাবাসী

    ৩২ লাখ টাকা ব্যয়ে ব্রিজ হতবাক এলাকাবাসী

     ৩২ লাখ টাকা ব্যয়ে ব্রিজ হতবাক এলাকাবাসী

    ডেক্স সংবাদঃ
    কুড়িগ্রামের উলিপুরে বিলে চাষাবাদ করতে যাওয়ার জন্য কৃষকদের ব্যবহৃত একটি সরু রাস্তার ওপর ৩২ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে হতবাক হয়ে পড়েছে এলাকাবাসী। নির্মিত ব্রিজটির দুই পাশে সংযোগ সড়কে মাটি ভরাট না করায় কৃষকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

    অভিযোগ রয়েছে, প্রয়োজনীয়তা বিবেচনা না করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদূরদর্শিতার কারণে ব্রিজটি নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসছে না। বর্তমানে ব্রিজটি ওই এলাকার কৃষকদের গলার কাঁটায় পরিণত হয়েছে বলে জানায় তারা।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের মাধ্যমে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা সোত্তার ভিটা এলাকায় একটি সরু রাস্তায় জনৈক আশরাফের জমির ওপর ব্রিজ নির্মাণ করা হয়। ৩৬ ইঞ্চি দৈর্ঘ্যের এ ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৪১ হাজার ৪৩৬ টাকা। নির্মাণ কাজের দায়িত্ব পান লুৎফর রহমান বকসী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের জুনে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু নির্মাণের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজের সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ওই পথে যাতায়াত করা কৃষকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

    স্থানীয়দের অভিযোগ, এ উপজেলায় গুরুত্বপূর্ণ অনেক রাস্তায় ব্রিজের অভাবে মানুষ চলাচল করতে পারছে না। কিন্তু কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে শুধুমাত্র কৃষকদের বিলে চাষাবাদ করতে যাতায়াতের জন্য একটি গুরুত্বহীন সরু রাস্তায় কেন এত বড় ব্রিজ নির্মাণ করল তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন? এই পথে যোগাযোগের কোনো রাস্তা না থাকায় লাখ-লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি কোনো কাজে আসছে না। ফলে সরকারের বিপুলপরিমাণ অর্থ ভেস্তে গেছে বলে জানান তিনি।

    স্থানীয় আশরাফ আলী বলেন, “ওই জায়গায় ছোট একটা গর্ত ছিল, সেখানে একটি কালভার্ট দিলেই হতো। এখানে এত বড় ব্রিজ নির্মাণ করে সরকারের লাখ-লাখ টাকা কেন ব্যয় করা হলো, তা দেখে আমরা হতবাক। ব্রিটিশ আমল থেকে এলাকার কৃষকরা বিলে যাওয়ার জন্য রাস্তাটি ব্যবহার করে আসছে। ব্রিজ থেকে প্রায় এক হাজার ফুট দূরে গিয়ে রাস্তাটি শেষ হয়েছে।”

    তিনি আরো বলেন, “এই রাস্তাটি দিয়ে যানবাহন তো দূরের কথা, কোনো পথচারীও চলাচল করে না।”

    পান্ডুল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মঙ্গা বলেন, “রাস্তাটি রেকর্ডভুক্ত, ওই রাস্তা দিয়ে কৃষকরা তাদের জমিতে ধান কাটা মাড়াই ও চাষাবাদের জন্য যায়। বিলে যেতে তাদের যেন সমস্যা না হয় সেজন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছে।”

    ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লুৎফর রহমান বকসী বলেন, “বর্ষাকাল শেষ হলে সংযোগ সড়কে মাটি ভরাট করে দেওয়া হবে।”

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বলেন, “ব্রিজটি ২০১৮-১৯ অর্থবছরের হলেও বাস্তবায়ন হয়েছে ২০১৯-২০ অর্থবছরে। বন্যা শেষ হলে মাটি কাটা হবে।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর কাদের বলেন, “বিষয়টি দেখব আমরা, সেখানে ব্রিজ নির্মাণে যুক্তি আছে কিনা।”

  • সাভারের বনগাঁও ইউনিয়নে ১১০০শ’ বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেনঃ চেয়ারম্যান সাইফুল ইসলাম

    সাভারের বনগাঁও ইউনিয়নে ১১০০শ’ বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেনঃ চেয়ারম্যান সাইফুল ইসলাম

    সাভারের বনগাঁও ইউনিয়নে ১১০০শ’ বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেনঃ চেয়ারম্যান সাইফুল ইসলাম

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    সাভারের বনগাঁও ইউনিয়নে জিআরইউর ১১০০শ’ বন্যার্ত গরীব অসহায় মধ্যবিত্তি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন এলাকার জনপ্রিয় চেয়ারম্যান সাইফুল ইসলাম। শুক্রবার ১৪ আগষ্ট সকাল থেকে বিকেল পর্যন্ত এ ত্রান বিতরণ করা হয়। ১০ টন চালের মধ্য ১০০০ হাজার পরিবারকে ১০ কেজী করে চাল বরাদ্দ দেয়া হয় এবং ১০০ শত পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চাল,ডাল,নডলুস,চিড়া,চিনি,তৈল,সূজি ইত্যাদি খাবার হিসেবে বরাদ্দ দেয়া হয়।

    সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম এ ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ত্রান বিতরণের সময় বনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত মেম্বার বাইলা বেগম,১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত মেম্বার রেহেনা বেগম,৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত মেম্বার জমেলা বেগম,৪ নং ওয়ার্ডের মেম্বার সিদ্দিকসহ আওয়ামীলীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ।

    চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান,বনগাঁও ইউনিয়নের এলাকার অসহায় হতদরিদ্র মধ্যবিত্ত পরিবারের পাশে যেমন ছিলাম তেমনি বন্যার্তদের পাশে রয়েছি। শক্রবার ১০ টন চালের মধ্য ১০০০ হাজার পরিবারকে ১০ কেজী করে চাল বরাদ্দ দেয়া হয় এবং ১০০ শত পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে ১৬ কেজী বস্তায় চাল,ডাল,নডলুস,চিড়া,চিনি,তৈল,সূজি ইত্যাদি খাবার হিসেবে বরাদ্দ দেয়া হয়। মানবতার মা প্রধান মন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা হিসেবে এ ত্রান কার্যক্রম করা হয়েছে।

    উল্লেখ্য, সম্প্রতি বন্যার্তদের মাঝে জিআরইউর  আরো ২০০ শত জন পরিবারকে ১০ কেজী করে চাল এবং ১০০ জনকে ১৬ কেজীর বস্তায় শুকনো খাবার বিতরণ করেছেন চেয়ারম্যান।

  • ভাদ্র মাসে বন্যার আগাম প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ভাদ্র মাসে বন্যার আগাম প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ভাদ্র মাসে বন্যার আগাম প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে বন্যা হলে তা দীর্ঘস্থায়ী হতে পারে জানিয়ে এ বিষয়ে প্রস্তুত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে বন্যা হলে তা দীর্ঘস্থায়ী হতে পারে জানিয়ে এ বিষয়ে প্রস্তুত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারপ্রধান এই নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

    সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “যেটা উনি (প্রধানমন্ত্রী) বিশেষ করে সতর্ক করলেন, ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা কিন্তু লং টাইমে এটা প্রিভেইল করার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের প্রস্তুতিটা ওইখানে রাখতে হবে।”

    মন্ত্রিসভা বৈঠকে বন্যা ও পুনর্বাসন কর্মসূচি নিয়ে বেশি আলোচনা হয়েছে। গত কয়েকদিন থেকে পানি নেমে যাচ্ছে। আজকে যমুনা নদীর পানি বঙ্গবন্ধু ব্রিজের ওখানে পানি অলরেডি বিপৎসীমার বেশ নিচে চলে গেছে।”

    পদ্মা নদীর পানির স্তর ও গতি কমেছে জানিয়ে আনোয়ারুল বলেন, ভারতের আবহাওয়া বিভাগের প্রেডিকশন আছে যে আপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য প্রধানমন্ত্রী পার্টিকুলারলি এ বিষয়ে সতর্ক করেছেন প্রস্তুত থাকতে হবে যাতে একটা লং টার্ম বন্যা….এই যে পানিটা যাচ্ছে এটাও ১৮/২০ দিন হয়ে গেছে। ১৮/২০ দিন পর পানিটা অনেকটা নিচে নেমে যাচ্ছে।

    আনোয়ারুল বলেন, আমাদের পুনর্বাসন কার্যক্রম বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে কিছু প্রোগ্রাম আছে, একটা প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টে তিনটি কম্পোনেন্টে ইমপ্লিমেন্ট করার কথা আছে।

    “একটা হল- ডিজস্টার ম্যানেজমেন্ট ঘরবাড়ি রিহ্যাবিলেটেশন করবে। আরেকটা হল- স্থানীয় সরকার তাদের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করবে, পানি উন্নয়ন বোর্ডকেও সেখানে ইনক্লুড করা আছে। সেখানে একটা বড় টাকা ধরা আছে যদি কোথাও নদীর বাঁধ ভেঙে যায় ওটাকে তাড়াতাড়ি মেরামত করার জন্য। সেই বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য আলাদা ম্যাসিভ এগ্রিকালচারাল রিহ্যাবিলেটেশন প্রোগ্রাম আছে।

    “এজন্য প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন যে, আমনের বীজ যেহেতু নষ্ট হয়ে গেছে এজন্য একটু উঁচু জায়গায় করার জন্য। বিশেষ করে পানি সহিষ্ণু ভ্যারাইটি। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন, তারা যে নতুন জাত আবিস্কার করেছেন সেটা ১৫ দিন পানির নিচে থাকলেও নষ্ট হবে না।”

    রোপা আমনের দিকে বিশেষ দৃষ্টি দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রোপা আমন ঠিকভাবে হলে আমাদের সর্টেজ হওয়ার সম্ভাবনা কমবে। সর্টেজ একচুয়ালি হবে না গতবারের তুলনায়, গতবার আমনে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২৮ লাখ টন, এবার লক্ষ্যমাত্রা ৩৬ লাখ টন।

    সূত্র-অনলাইন।

  • পানি দেখতে গিয়ে পড়ে মারা গেল এক বছরের শিশু

    পানি দেখতে গিয়ে পড়ে মারা গেল এক বছরের শিশু

    পানি দেখতে গিয়ে পড়ে মারা গেল এক বছরের শিশু

    ডেক্স সংবাদঃ
    ময়মনসিংহের গফরগাঁওয়ে হামাগুঁড়ি দিয়ে বাড়ির পুকুরে পড়ে ফারিয়া নামে এক বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার ছিপান গ্রামে। ফারিয়া ছিপান গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছিপান গ্রামের শফিকুল ইসলামের শিশু কন্যা ফারিয়া দুপুর সাড়ে ১২টার দিকে সবার অজ্ঞাতে হামাগুড়ি দিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন।
    পরে বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, খুবই দুঃখজনক ঘটনা।
    সূত্রঃ কালের কন্ঠ

  • দেশবাসীকে দূর্যোগ ক্রান্তি লগ্নে ঈদুল আযহার উপলক্ষে সচেতন হয়ে ঈদ উৎযাপন পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ ব্যবসায়ি উত্তম ঘোষ

    দেশবাসীকে দূর্যোগ ক্রান্তি লগ্নে ঈদুল আযহার উপলক্ষে সচেতন হয়ে ঈদ উৎযাপন পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ ব্যবসায়ি উত্তম ঘোষ

    দেশবাসীকে দূর্যোগ ক্রান্তি লগ্নে ঈদুল আযহার উপলক্ষে সচেতন হয়ে ঈদ উৎযাপন পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ ব্যবসায়ি উত্তম ঘোষ

    সত্যের সংবাদঃ
    দেশবাসীকে করোনা ও বন্যা প্রাকৃতিক দূর্যোগ ক্রান্তি লগ্নে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উৎযাপন সচেতন হয়ে পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাভার নামাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি উত্তম ঘোষ।

    বন্যা প্রাকৃতিক দূর্যোগ ও মহামারি করোনা ভাইরাসে ক্রান্তিলগ্নে মানবতার লক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তমঘোষ করোনা ভাইরাস দূর্যোগ ও প্রতিরোধে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রান সামগ্রি পাশাপাশি ঔষদ বিতরণ করছেন নিয়মিত।
    প্রতিবছরের ন্যায় এবারে মুসলিম সম্প্রদায় অসহায় মানুষ মাঝে শাড়ী-লঙ্গী ও ঈদ সামগ্রী বিতরণ করছেন।
    তিনি দেশবাসীকে এ ঈদুল আযহা পরিবারের সাথে থেকে ও সচেতন হয়ে ঈদ পালন করতে আহবান জানিয়েছে এবং ঈদের শুভেচ্ছা জানান তিনি।এবং বন্যা দূর্গত এলাকাবাসীদের মাঝে সরকারের পাশাপাশি ত্রান সামগ্রী বিতরণেরও আহবান জানিয়েছেন তিনি।

    সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

  • সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকায় রাস্তা বন্ধ করে চাঁদা দাবি

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকায় রাস্তা বন্ধ করে চাঁদা দাবি

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকায় রাস্তা বন্ধ করে চাঁদা দাবি

    মোঃ রফিকুল ইসলাম জিলু, সাভার থেকেঃ
    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে সরকারী রাস্তা বন্ধ করে বিভিন্ন প্লট মালিক ও বাসা বাড়ির মালিকদের কাছে চাদা দাবির অভিযোগ উঠেছে ওই এলাকার সন্ত্রাসী ইউসুফ এর বিরুদ্ধে।
    এঘটনায় ভুক্তভোগী করম আরী বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে চাদা না পেয়ে এলাকার সন্ত্রাসী ইউসুফ বাউন্ডারী ওয়াল নির্মান করে সরকারী রাস্তা বন্ধ করে রেখেছে। এব্যপারে কোনো কথা বললে সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
    সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিমেরটেক এলাকায় এঘটনা ঘটে।
    সরেজমিনে গিয়ে দেখা যায় নিমেরটেক এলাকায় ইটের সলিং এর রাস্তাটি পাকা বাউন্ডারী ওয়াল নির্মান করে বন্ধ করে রাখা হয়েছে।
    ভুক্তভোগি বিভিন্ন বাসা বাড়ি ও প্লট মালিকেরা বলেন, এলাকার সন্ত্রাসী ইউসুফ দির্ঘদীন ধরে তাদের কাছে ৫০ হাজার টাকা থেকে ২লক্ষ টাকা প্রর্যন্ত চাদা দাবি করে আসছিল। পরে প্লট মালিক ও বিভিন্ন বাসা বাড়ির মালিকেরা তাদের দাবিকৃত চাদার টাকা দিতে অপারগতা প্রকাশ করে।
    পরে সন্ত্রাসীরা তাদের দাবিকৃত চাদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এল,জি,আর,ডি করা ইটের সোলিং এর রাস্তাটি দখল করে পাকা বাওন্ডারী ওয়াল নির্মান কওে সড়কটি বন্ধ করে দেয়।
    এসময় ভুক্তভোগিরা আরো বলেন, সড়কটি দখল করে পাকা বাউন্ডারী ওয়াল নির্মান করার সময় তারা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র স্বত্রে সজ্জিত হয়ে তাদের উপরে চারাও হন।
    তারা আরো বলেন, রাস্তা বন্ধ করে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় এ ব্যপারে থানা পুলিশ এবং জন প্রতিনিধিকে জানালে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যান তারা।
    জন সাধারনের চলাচলের জন্য এলাকার একমাত্র ব্যস্ততম সড়কটি বন্ধ করে দেয়ার কারনে চরম বিপাকে পরেছেন ওই এলাকার বাসা বাড়ির মালিকসহ বিভিন্ন অফিসগামী লোকজনেরা।
    এসময় বাসা বাড়ির মালিকেরা আরো বলেন, চলাচলের জন্য একমাত্র সড়কটি বন্ধ করে দেয়ার কারনে ভাড়াটেরা অনেকেই বাড়ি ছেরে চলে যেতে চাইছে বলে জানান তারা।
    রাস্তা বন্ধ করার ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইউসুফ বলেন, রাস্তার মধ্যে তার মালিকানা ৪শতক ৯০ পয়েন্ট জমি রয়েছেন, সেজন্যই তিনি রাস্তা বন্ধ করে বাউন্ডারী ওয়াল নির্মান করেছেন। এসময় তিনি আরো বলেন, এল,জি,আর,ডি এই রাস্তা কোথায় পেলো এ জমি আমার, এল,জি,আর,ডি এর ম্যাজিষ্ট্রেট আসুক আমাকে ডাকলে এর জবাব দিব বলে জানান তিনি।

  • সাভারের আশুলিয়ায় বর্ষার পানিতে নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু

    সাভারের আশুলিয়ায় বর্ষার পানিতে নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু

    সাভারের আশুলিয়ায় বর্ষার পানিতে নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    সাভারের আশুলিয়ায় নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নৌকা ডুবিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকার রাজমস্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া বেগম ও তার সাড়ে চার বছর বয়সী শিশু কন্যার মৃত্যু ঘটে।

    বুধবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

    এলাকাবাসী জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গৃহবধূ আছিয়া ও তার দুই শিশু কন্যা একটি ছোট ডিঙি নৌকায় করে নিজ বাড়ি থেকে একই এলাকায় পাশ্ববর্তী এক বাড়িতে যাবার সময় হঠাৎ তাদের নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা দ্রুত মা ও দুই শিশু কন্যাকে উদ্ধার করতে সক্ষম হলেও মারা যান মা আছিয়া বেগম ও তার সাড়ে ৪ বছরের শিশু কন্যা। প্রাণে বেঁচে যায় আছিয়া বেগমের সাড়ে ৫ বছর বয়সী অপর এক শিশু কন্যা।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুস জানান, নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানায় অবহিত করে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

  • সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই গরীব ও অসহায়দের কে জনপ্রতি ১০ কেজি করে ১৬৪৯জনের মাঝে চাল বিতরন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।
    সাভারে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২০-২০২১ ইং অর্থ বছরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলা তার মানবিক সহায়তা,ভাড়া মওকুফ,সচেতনতা ও প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা দিয়ে এলাকার মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
    তিনি ভাড়াটিয়াদের করোনা ভাইরাসে লকডাউনের সময় স্থানীয় ভাড়ির মালিকদের ভারা মওকুফের জন্য অনুরোধ করলে তারা মানবিক অনুরোধ রক্ষা করেছেন।

  • সাভারে অবৈধ ভাবে নকল পণ্য  তৈরি করার অভিযোগে দুটি কারখানায় জরিমানা করেছে র‍্যাব ৪

    সাভারে অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করার অভিযোগে দুটি কারখানায় জরিমানা করেছে র‍্যাব ৪

    অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করার অভিযোগে দুটি কারখানায় জরিমানা করেছে র‍্যাব ৪

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারে অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি ও স্বাস্থ্য বিধি না মেনে ঔষধ তৈরি করার অভিযোগে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

    সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া ও সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই দুটি কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।
    র‌্যাব ৪ জানায়,বনগাঁও ইউনিয়য়ের গান্ধারিয়া এলাকায় ইয়ামিন ক্যামিকেল কারখানার মালিক জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে হেক্সিসলসহ বেশ কয়েকটি পণ্য নকল ভাবে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। পরে সোমবার সকালে ওই কারখানায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরি করার অভিযোগে কারখানাটির মালিক জিয়াউর রহমানকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

    ওই কারখানায় অভিযান শেষে একই ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে স্বাস্থ্য বিধি না মেনে ঔষধ তৈরি করার অভিযোগে ইউনিয়ন ফ্যার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার ম্যানেজার নুরুন্নবীকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। সেই সাথে কারখানার মালিক দুটিকে সর্তক করে দেওয়া হয়েছে বেআইনি কাজ থেকে বিরত থাকতে।
    অভিযান পরিচালনার সময় এসময় র‌্যাব ৪ এর সিনিয়র এএসপি উনুমংসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে হাজার হাজার মানুষ ঘর বন্দি

    মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে হাজার হাজার মানুষ ঘর বন্দি

    মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে হাজার হাজার মানুষ ঘর বন্দি

     

    শেখ এ কে আজাদঃ মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে বিভিন্ন রাস্তাঘাট তুলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘর বন্দি কয়েক গ্রামের মানুষ। এলাকার মানুষ দূর্ভোগে নৌকা ব্যবহার করছে। রাস্তা ও বাড়িতে৷ পানি উঠায় অনেকে বাড়ী ঘর রেখে উঠেছে আত্মীয় স্বজনদের বাড়ীতে। এ ছবিগুলো আটিগ্রামের ইউনিয়ন পরিষদের মেলার মাঠ থেকে সোমবার তুলা হয়েছে।

    সুপার মেডিকেল https://www.facebook.com/superpainlessnormaldelivery/