Category: বিশেষ সংবাদ প্রতিবেদন

  • দ্বিতীয় দিনে সাভারে কাতলাপুরে জনতার মুখোমুখি বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কাউন্সিলর আঃ ছাত্তার..

    দ্বিতীয় দিনে সাভারে কাতলাপুরে জনতার মুখোমুখি বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কাউন্সিলর আঃ ছাত্তার..

    দ্বিতীয় দিনে সাভারে কাতলাপুরে জনতার মুখোমুখি বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কাউন্সিলর আঃ ছাত্তার..

    রফিকুল ইসলাম জিল্লু ও শেখ এ কে আজাদ সাভার থেকেঃ
    আসছে আগামী আসন্ন সাভার পৌরসভার নির্বাচন উপলক্ষে জনতার মুখোমুখি ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আব্দুল ছাত্তার।

    নির্বাচনকে সামনে শনিবার সন্ধায় কাতলাপুর আমতলা এলাকায় সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডে জনতার মুখোমুখি প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আয়োজিত জনতার মূখোমূখী অনূষ্ঠানে ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার গত পাঁচ বছরে বিভিন্ন রাস্তা ঘাট ও ৬নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের তুলে ধরেন এবং সাধারন জনগনের বিভিন্ন দাবিদাবা সমস্যার কথা শূনে তাদের প্রশ্নের উত্তর দেন তিনি।
    এসময় কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার এলাকার জনগণের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে পৌরসভার ৬ নং ওয়ার্ডের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে পূনরায় জনগনের সমর্থন ও দোয়া চেয়েছেন ।

    আয়োজিত জনতার মূখোমূখী অনূষ্ঠানে সভাপতিত্ব করেন লাভলু মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আঃ ছাত্তার। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালন

    একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালন

    একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালন

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় ১৮০০’শ স্প্রিন্টার দেহে নিয়ে বেঁচে যাওয়া মারাত্মক ভাবে আহত ততকালীন বৃহত্তর ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবা পারভীনের ৫১ তম শুভ জন্মদিন উপলক্ষে তার বাসভবনে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানালেন
    বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।
    ১৩ অক্টোবার মঙ্গল দুপুরের পর থেকে রাত্রী পর্যন্ত নেত্রী মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালনে বাসভবনে,ফোনে,সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান নেতা-কর্মী ও আত্মীস্বজনরা।

    এসময় সাভার পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল হাসান, সাভার পৌর মেয়র সাহেবের একান্ত এ-পিস মাসুদ পারভেজ রাজু,ছাত্রলীগ নেতা সীমান্ত আযম (ইয়া কিং) ও নাজমুল হুদা রাজিব, পরিবার,আত্মীয়স্বজন,সাংবাদিকসহ আরো অনেকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান।

  • সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

    সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

     

    সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ বুধবার (৭) অক্টোবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬ টি রাস্তার কাজ উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।

    বিরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে এ দেশের অবহেলী, সুবিধা বঞ্চিত মানুষদের। আমার ইউনিয়নের মানুষের সুবিধার্থে রাস্তার কাজে হাত দিয়েছি আর যেগুলো বাকি আছে ধারাবাহিকভাবে করব।

    সাদুল্লাপুর বাজার হতে ভূমি অফিস পর্যন্ত ডাবল ইট সলিং, সাদুল্লাপুর ইদ্রিসের বাড়ী হতে মজিবরের বাড়ীর রাস্তার ইট সলিং,খাগান মেইন রোড হতে ভূঁইয়া বাড়ী পর্যন্ত ইটের সলিং, দত্তপাড়া আওলাদের দোকান থেকে আকবর আলীর বাড়ী পর্যন্ত ডাবল ইট সলিং, জিনজিরা মেইন রোড হতে কামালের বাড়ী পর্যন্ত ইটের সলিং এবং দত্তপাড়া সামসুলের বাড়ী হতে লিটনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ উদ্বোধন করা হয় ।,জি,এস,পি-৩ এর অর্থায়নে এর মোট ৩৩ লক্ষ ৯০ হাজার ১৫৬ টাকার কাজ। নিজস্ব অর্থায়নে ৬০০ ফিট রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এই রাস্তার কাজগুলো শেষ হবে বলে জানান তিনি ।

    চেয়ারম্যানের সাঈদুর রহমান সূজন এর নিজ অর্থায়নে ৮ লক্ষ টাকা ব্যায়েও একটি রাস্তার কাজ উদ্বোধন করেছেন। এসময় আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • পৃথক পৃথকভাবে সাভারে অর্ধশতাধিক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী  

    পৃথক পৃথকভাবে সাভারে অর্ধশতাধিক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী  

    পৃথক পৃথকভাবে সাভারে অর্ধশতাধিক চিহ্নিত
    সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী  

     

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    পৃথক পৃথকভাবে সাভারে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
    শনিবার সকালে তাদেরকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, গতকাল বিকেলে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে কুখ্যাত নৌ পথের ডাকাত গাংচিল বাহিনীর প্রধান সালাউদ্দিন ও তার দুই সহযোগীকে অস্ত্র গুলি,ইবায়াসহ আটক করে র‌্যাব ৪।
    পরে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
    অন্যদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম নামের এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব ৪।

    এছাড়া সাভারের ভাকুর্তা এলাকায় আতাউর প্লাজা থেকে চুরি হওয়া একটি পাঁচ লক্ষ টাকার মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

    শনিবার গভীর রাতে আটক দুই যুবককে নোয়াখালী জেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন সাভার মডেল থানা ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্য এস আই শাহ আলম। আটক দুই যুবকের নাম সামছুল ইসলাম সবুজ ও সাকিব আল যুবায়ের। গেল কয়েকমাস আগে ভাকুর্তা এলাকা থেকে দুইটি মোটরসাইকেল চুরি হয়। সেসময় ওই এলাকায় চোরের উপদ্রবে এলাকাবাসী নির্ঘুম রাত কাটিয়েছেন। পরে ওই এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়।

    এদিকে ভোর রাতে ব্রাহ্মনবাড়িয়া ও ঢাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব- ৪। আটক দুই জঙ্গির নাম মোকসেদুল ও আতাহার আলী। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
    এছাড়াও গত কয়েকদিনে সাভার,আশুলিয়া,ধামরাই ও রাজধানীর মিরপুর থেকে ইয়াবা,ফিন্সিডিলসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে র‌্যাব ও পুলিশ।

    রাজধানীর কাছের এসব এলাকায় অপরাধকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় তাদের প্রতি মানুষের যেমন আস্তা বেড়েছে এবং এলাকাবাশীরা সন্তোষ প্রকাশ করেছেন।
    এসময় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আটককৃতরা সবাই বর্তমানে জেল হাজতে রয়েছে।
    এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন,অপরাধকারীদের কোন ছাড় নয় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নিয়েছে।

  • টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠিত”

    টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠিত”

    টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠিত”

    শেখ এ কে আজাদ ও জিল্লু সাভার থেকেঃ
    সাভারের হেমায়েতপুর আলমনগর (সুগন্ধা হাউজিং)-এ ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষী মরহুম হাজী আলম চাঁনকে উৎসর্গ করা হয়।
    ‘বন্ধুত্ব’, ‘সেবা’, ‘আনন্দ’ এবং ‘নেতৃত্ব’ এ চারটি শব্দকে মূলনীতি ধরে ২০০৩ সালের ৩ মার্চ এএমজে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং এ এম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতুর হাত ধরে গঠন হয় মানবসেবার এই সামাজিক সংগঠন। সংগঠনটি সূচনালগ্ন থেকেই বিভিন্ন উৎসব, প্রাকৃতিক দুযোর্গ সহ নানান কর্মকাণ্ডের ভেতর দিয়ে ধারাবাহিকভাবে মানুষকে সহযোগিতা করে আসছে।
    নবম কনভেনশনকে কেন্দ্র করে নব-নির্বাচিত ২১ সদস্যের কমিটিও ঘোষণা করা। এসময় কমিটি ঘোষণা করেন টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা-সভাপতি জাহাঙ্গীর আলম জিতু।কমিটি ঘোষণা করে তিনি নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- সভাপতি আব্দুল মান্নান আকাশ, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ড. বোরহান বুলবুল, যুগ্ম সম্পাদক নাজির মোহাম্মদ, কোষাধ্যক্ষ হাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক এসএম শাহজাহান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ধর্মবিষয়ক সম্পাদক শামসুল হক রাহমানী, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শেখ রাশেদুজ্জামান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফারজানা ইসলাম সীমা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সালেকুল ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, মহিলাবিষয়ক সম্পাদক হাসিনা খাতুন হাসি, কাববিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলি আহাদ এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন- এজিএস মিজানুর রহমান, আনোয়ার হোসেন আনু ও আরিফ আহম্মেদ জয়।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম শিকদার (পিএমজেএফ) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা-সভাপতি জাহাঙ্গীর আলম জিতু।

    অনেকে মধ্য আরো উপস্থিত ছিলেন, চার্টার প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ভাদাইল গ্রীন জেলা ৩১৫ এ১,বাংলাদেশ এবং জেলা ভিশন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাললায়ন শামছুন নাহার আহমেদ।

  • মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত

    মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত

    মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত হলে সুস্থতা কামনা 

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা তিনি গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই তিনি রক্তের নমুনা সংগ্রহের পর কোভিড-১৯ (করোনা) পজিটিভ আসে। এর আগে সকল ডাক্তার, নার্স,ষ্টাফ রক্তের নমূনা দিলে করোনা পরীক্ষায় একজন ডাক্তার ছাড়া সকলের নেগেটিভ রিপোর্ট আসে।

    সম্প্রতি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে তারা দ্বায়িত্ব পালন করছেন।

    সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা ও পৌরসভা এলাকায় করোনা মুক্ত রাখতে প্রতিনিয়ত জনগণের সাথে তিনি করতে চলছেন। তিনি আরো জানান,
    করোনা মহামারিতে করোনা আক্রান্ত রোগিসহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রতিদিন শত শত রোগীদের স্বাস্থসেবা দিতে হচ্ছে। আবার সকাল থেকে দুপুর পর্যন্ত শতশত রোগিদের আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
    সকল চিকিৎসকের উপস্থিতে সাভারকে করোনা মুক্ত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে।
    যে কারণে আমাদের মত চিকিৎসকরা করোনা আক্রান্ত হবে এটা স্বাভাবিক ব্যাপার। এই ত্যাগটুকু স্বীকার না করলে দেশ ও জনগণের সেবা করা যাবে না। তিনি করোনা মুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।
    সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক ও আনন্দটি, দৈনিক আজকের সত্যের আলো পত্রিকা, বাংলার চোখের সাংবাদিক শেখ এ কে আজাদ করোনা থেকে মক্তির জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদার আল্লাহপাকের নিকট তার সুস্থতা কামনা করেছেন,আরো সুস্থতা কামনা করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের কর্তৃপক্ষ।

  • হালুয়াঘাটে সুমীর বিভিন্ন অপকর্ম ফাঁস! শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    হালুয়াঘাটে সুমীর বিভিন্ন অপকর্ম ফাঁস! শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    হালুয়াঘাটে সুমীর বিভিন্ন অপকর্ম ফাঁস! শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    সত্যোরসংবাদ ডেক্সঃ পুরো নাম সুজিয়া আক্তার সুমী (৪৫)! ডাক নাম সুমী। সুমী নামেই পরিচিত সকলের কাছে। নিজেকে কখনো র‌্যাবের সোর্স, কখনো ডিবি বা পুলিশের সোর্স দাবী করে দাপিয়ে বেড়ান উপজেলা থেকে আরেক উপজেলায়। অভিযোগ রয়েছে বিভিন্ন জেলায় অপরাধ তালাশ টিমের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তার সাথে রয়েছে বেশ কিছু সহযোগী।ধারা বাজারের আমির হামজা স্বাধীন, মফিজুল ইসলাম, উজ্জ্বল চৌধুরী, মোবারকসহ আরেকটি সংঘবদ্ধ চক্র। কখনো মানবাধিকার কর্মী, কখনো অপরাধ তালাশ টিমের সদস্য বা সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারনার জাল পাতেন এই নারী। নানান সময়ে নানান পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অপকর্ম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলে সকল অপকর্ম বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের শত শত ভুক্তভোগী। বৃহস্পতিবার বিকেলে সোয়ারিকান্দা ও বাহিরশিমুল বাজারে পৃথক পৃথক স্থানে বাহিরশিমুল , সোয়ারিকান্দা, দড়িপাড়া, চারআনী পাড়া, বিষমপুর, চকেরকান্দা ও আমতৈল গ্রামের কয়েকশত নারী,পুরুষ, শিশুর অংশ গ্রহণে উক্ত প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, সুমীর বিরুদ্ধে চাঁদাবাজীসহ নানান অভিযোগ রয়েছে। এমন কোন অপকর্ম নেই যা সুমী করেনা। শেষ পর্যন্ত অতিষ্ট হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছেন কয়েক গ্রামের বাসিন্দারা।পাশাপাশি সুমীর যাবতীয় অপকর্ম বন্ধের দাবী ভুক্তভোগীদের।সোয়ারীকান্দা গ্রামের মেজবুল হাসান তালুকদার (৫৫) বলেন, সুমী দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষকে হয়রানী করে আসছে। ডিবি-র্যা ব-পুলিশের সোর্স পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারনা করে চাঁদাবাজী করে যাচ্ছেন এই বিতর্কিত নারী। মামলার হুমকী, বিপদে ফেলানোর ভয় দেখিয়ে ব্লাকমিল করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। উপর মহলের অনেকের সাথে তার সু’সম্পর্ক রয়েছে এমন দাবী সুজিয়া আক্তার সুমীর। বিনীময়ে চাঁদাবাজীসহ নানা সুবিধা লুটে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।এমনি শতাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা। একই গ্রামের সেলিম (৫৮), রকিবুল ইসলাম (৪৫), মোনায়েম (৪২) বলেন, পুলিশের হুমকী ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করা তার পেশা।স্থানীয়দের দাবী, সুজিয়া আক্তার সুমী অসামাজিক কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ।অশ্লীল পোশাক পড়ে দিনে রাতে চলাচল করে। উঠতি বয়সী ছেলেদের সাথে রয়েছে তার চলাফেরা। মানববন্ধনে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর কাছে সকল অপকর্ম বন্ধের জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। সুমী’র অপকর্ম বিষয় নিয়ে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এই বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসী এমনকি ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিবো।

  • বেকারদের ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার উদ্যোগ আপনিও করতে পারেন

    বেকারদের ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার উদ্যোগ আপনিও করতে পারেন

    বেকারদের ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার উদ্যোগ আপনিও করতে পারেন

    মাত্র ১০ হাজার টাকা বা তার কম পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করা সত্যিই সম্ভব। তার জন্য প্রয়োজন দক্ষতা, উদ্ভাবনী, সৃজনশক্তি আর অধ্যাবসায়। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে হলে প্রথমেই চিহ্নিত করতে হবে আপনার আগ্রহ ও দক্ষতার ক্ষেত্র। যেহেতু এই সব ব্যবসায় বিনিয়োগ কম তাই বাস্তবে আপনি বিক্রি করবেন আপনার দক্ষতা আর শ্রম।

    আর তাই ব্যবসার ক্ষেত্রটিতে আপনার যথেষ্ট দক্ষতা না থাকলে লাভজনক ব্যবসা করা সম্ভব হবে না। পাশাপাশিই বিষয়টি সম্পর্কে আপনার আগ্রহ থাকা জরুরি। জেনে নিন এমন ২৫ টি বিজনেস আইডিয়া যা আপনি শুরু করতে পারবেন ১০ হাজার বা তার থেকেও কম পুঁজিতে।

    ১. অনলাইন শিক্ষকতা: অনলাইনে আপনার পছন্দের বিষয়টি শিখিয়ে ঘরে বসেই ভাল রকমের আয় করা সম্ভব। বিষয়টি হতে পারে পড়াশোনা, বাদ্যযন্ত্র বা ভাষা শিক্ষা। আপনার দক্ষতা ও আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করুন বিষয়। নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে বিনা বিনিয়োগেই আয় করতে পারবেন।

    এছাড়াও রয়েছে অনলাইন শিক্ষকতার বিভিন্ন পোর্টাল, যেখানে নাম নথিভুক্ত করে সহজেই শুরু করতে পারবেন শিক্ষকতা। সেক্ষেত্রে নিতে হবে না ভিয়্যু বাড়ানোর দায়িত্ব। রয়েছে ইউডেমি-এর মতো অনলাইন টিচিং ও লার্নিংমার্কেট প্লেসও।

    এই ধরণের প্ল্যাটফর্মে কোর্স আপলোড করেও শুরু করতে পারেন আপনার ব্যবসা। অঙ্ক, বিজ্ঞান, ভাষা শিক্ষার পাশাপাশিই আঁকা, প্রোগ্রামিং, বাদ্যযন্ত্র বাজানো, মার্কেটিং, ফটোগ্রাফি, ব্যবসা ইত্যাদি নানা বিষয়ে কোর্স আপলোড করার সুযোগ রয়েছে এই ধরণের প্ল্যাটফর্মে। টেক্সট, ভিডিও, অডিও বা প্রেজেন্টেশনের আকারে আপলোড করতে পারেন কোর্স।

    ২. খাবারের হোম ডেলিভারি: আজকের কর্মব্যস্ততার যুগে বাড়িতে রোজ রান্না করার সুযোগ হয় না অনেকেরই, আবার প্রতিদিন হোটেলের খাবারও খেতে চান না বেশিরভাগ। এই চাহিদা মেটাতেই শুরু হয়েছিল খাবারের হোম ডেলিভারির ব্যবসা। নিজের বাড়িতে রান্না করে পৌঁছে দিন বাড়ি বাড়ি, সময়ে মতো সুস্বাদু খাবার দিতে পারলে ব্যবসার অভাব হবে না।

    কলেজ বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে ব্যবসার সুযোগ বেশি। শহরের বাইরে থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরা অনেকেই রোজকার রান্না করতে চান না, সেক্ষেত্রে তাঁরা নির্ভর করেন হোম ডেলিভারির ওপর। এছাড়া অনেক ছোট পরিবারও রোজকার খাবারের জন্য হোমডেলিভারির খাবারের ওপরই নির্ভর করেন। ১০হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা।

    ৩. অনলাইন বেকারি: রকমারি কেক, কুকিস্ বানাতে ভালবাসেন? আত্মীয়-বন্ধুদের জন্মদিন-অ্যানিভারসারিতে আপনার বানানো কেকের কদর রয়েছে? তাহলে এই ছোট ব্যবসা আপনার জন্য। ওভেন-ফ্রেশ বেকারি আইটেমের চাহিদা প্রচুর, আর তা যদি আপনি একেবারে ক্রেতার ঘরে পৌঁছে দিতে পারেন তাহলে তো কথাই নেই। নিত্যনতুন রেসিপি চেষ্টা করুন, তৈরি করুন আপনার স্পেসালিটি। ১০ হাজার টাকায় শুরু করুন আপনার ব্যবসা। ঘরের ওভেনেই কেক-কুকিস্ বানিয়ে অনলাইনে বিক্রি করুন।

    ৪. ফলের রসের কিয়স্ক: প্রথমেই বেছে নিতে হবে জায়গা। এমন জায়গায় কিয়স্ক করতে হবে যাতে সহজেই চোখে পড়ে। আসে পাশে অফিস, স্কুল, কলেজ থাকলে বিক্রি হওয়ার সুযোগ বেশি। ওই জায়গায় কিয়স্ক বসানোর অনুমতি পত্র যোগাড় করতে হবে, ভাড়া নিতে হবে জায়গা। এর পর দরকার কাঁচামাল আর ফলের রস তৈরির যন্ত্র। গোটাটাই ১০ হাজার টাকার কমে করে ফেলা সম্ভব।

    ৫. ট্রাভেল এজেন্সি: অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে হলে বাসের টিকিট বুকিংয়ের ব্যবসার কথা ভাবতে পারেন। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন। স্বল্প মূলধনে ব্যবসা করতে চাইলে সব থেকে সহজ উপায় হল হোস্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ভর করে হোস্ট এজেন্সির উপর কিন্তু তা ১০ হাজার টাকার মধ্যে রাখা সম্ভব।

    ৬. ট্যুর গাইড: বাঙালী বেড়াতে যেতে ভালবাসে। আর তার জন্য তারা অনেক সময়েই নির্ভর করে ট্যুর গাইডের ওপর। ফ্লাইট, ট্রেনের টিকিট বুকিং, হোটেল বুকিং থেকে শুরু করে সম্পূর্ণ ট্যুরটি প্ল্যান করা পুরোটার দায়িত্ব আপনার। অফিস, স্কুল বা কলেজের ট্যুর করাতে পারলে নিয়মিত ব্যবসা পাওয়া সম্ভব।

    এটি কম খরচে লাভের ব্যবসা। আপনাকে শুধু একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, আর যোগাযোগ তৈরি করতে হবে বিভিন্ন জায়গার হোটেলের সঙ্গে, জেনে নিতে হবে তাদের ট্র্যাভেল এজেন্ট কমিশনের রেট। খুঁজে বের করুন নতুন নতুন জায়গা। বর্তমানে সব থেকে লাভজনক ব্যবসার একটি ট্যুর অপারেটিংয়ের ব্যবসা।

    ৭. কাস্টমাইজড গয়না তৈরি: নতুন ধরণের গয়না তৈরি করুন, অভিনবত্ব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে। অনলাইনে ব্যবসা করুন। ১০ হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরণের গয়না তৈরির উপকরণ সহজেই পাওয়া যায় কলকাতার বিভিন্ন বাজারে। পছন্দ মতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজেই বানিয়ে ফেলুন গয়না।

    ৮. অনলাইনে হস্তশিল্প সামগ্রী বিক্রি: দেশে রয়েছে হস্তশিল্পের বিপুল সম্ভার। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে ছোট ছোট ঘর সাজানোর সামগ্রী সংগ্রহ করুন, অথবা ছোট গয়না। গ্রামীণ শিল্পীরা অনেক কম দামেই বিক্রি করেন তাঁদের তৈরি সামগ্রী। তাই অত্যন্ত কম খরচে লাভের ব্যবসা করা সম্ভব।

    ৯. দর্জির দোকান: ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে হলে ভাবতে পারেন দর্জির দোকানের কথা। তবে এক্ষেত্রে আপনার অবশ্যই থাকতে হবে উপযুক্ত দক্ষতা ও সৃজনশীলতা। নিজের বাড়ি থেকেও এই ব্যবসা করতে পারেন। ক্রেতার বাড়ি গিয়ে ডিজাইন আর মাপ নিয়ে এসে বাড়িতে বসে বানিয়ে পৌঁছে দিয়ে আসুন ক্রেতার বাড়িতে। অনলাইনে বহু নতুন নতুন অভিনব ডিজাইন পাওয়া যায়, সেখান থেকে নিজের পছন্দ মতো ক্যাটালগ তৈরি করে নিন।

    ১০. বিউটিশিয়ান: উপযুক্ত দক্ষতা ও প্রশিক্ষণ থাকলে অল্প পুঁজিতে এই ব্যবসা করা সম্ভব। প্রথমেই কিনে ফেলুন প্রাথমিক পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ। বাড়িতে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, অয়েল ম্যাসাজ বা ওয়্যাক্সিংয়ের মতো পরিষেবা দিন ক্রেতাকে। অনেকে বিউটি পার্লারে না গিয়ে বাড়িতেই এই সমস্ত পরিষেবা পেতে পছন্দ করেন। পরিষেবার মান ভাল হলে লোক মুখেই প্রচার হবে। তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটও। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন।

    ১১. মেকআপ আর্টিস্ট: আপনি যদি সাজাতে ভালবাসেন, যদি থাকে উপযুক্ত প্রশিক্ষণ, তাহলে খুব সহজেই অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করা সম্ভব। কনে সাজানো থেকে পার্টি মেকআপ অথবা নাচ বা অন্যান্য অনুষ্ঠান, ডাক পেতে পারেন বিভিন্ন জায়গা থেকে। এক্ষেত্রেও একটি ওয়েবসাইট থাকলে ক্রেতার কাছে পৌঁছনো সহজ হবে।

    ১২. নাচ, গান বা আঁকার স্কুল: আপনার যদি এর মধ্যে কোনও একটি দক্ষতা থাকে তাহলে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে প্রায় বিনিয়োগ ছাড়াই আয় করতে পারবেন। আপনার বাড়িতেই এই স্কুল খুলতে পারেন, বা ভাড়া করতে পারেন কোনও ঘর। ছাত্রছাত্রীদের বাড়ি গিয়েও শেখাতে পারেন গান, নাচ বা আঁকা। এর জন্য আপনাকে হতে হবে ধৈর্যশীল আর দায়িত্ববান। এই ব্যবসার প্রচার মূলতঃ হয় লোকমুখে। তাই আপনি যদি ছাত্রছাত্রীদের খুশি করতে পারেন তাহলে তাদের থেকে শুনেই নতুন ছাত্রছাত্রী আসবে।

    ১৩. বিদেশী ভাষা শিক্ষা: আপনার যদি কোনও বিদেশী ভাষা জানা থাকে, তাহলে সেই দক্ষতা ব্যবহার করে সহজেই লাভজনক ব্যবসা করতে পারবেন। ছোট থেকে বয়স্ক, বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী পাওয়া সম্ভব। বিনা বিনিয়োগে আয় করতে পারবেন এই ব্যবসায়। তবে এই ব্যবসা করতে সংশ্লিষ্ট ভাষায় আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে নিশ্চিতভাবেই, হতে হবে যথেষ্ট আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল।

    ১৪. ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং: ইংরেজিভাষায় যথেষ্ট দক্ষতা থাকলে কন্টেন্ট রাইটিংয়ের কাজ পাওয়া সহজ। ঘরে বসে অনলাইনে ব্যবসা করে আয়ও হবে ভালই। বিভিন্ন ফ্রিল্যান্স সাইটের মাধ্যমে এই কাজ পাওয়া যেতে পারে। ইদানিং আঞ্চলিক ভাষায়ও কাজের সুযোগ তৈরি হচ্ছে। এই লেখার নিজস্ব কিছু কৌশল রয়েছে, যেমন সার্চ ইঞ্জিনে যাতে আপনার লেখা ওপরের দিকে স্থান পায় তার জন্য জানতে হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কৌশল। তবে চর্চা করলে রপ্ত করে নেওয়া কঠিন হবেনা। ভাষার ও শব্দভাণ্ডারের ওপর দখল থাকাই এই ব্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি। বিনা বিনিয়োগে ঘরে বসে আয় করতে পারবেন এই ব্যবসায়।

    ১৫. ইউটিউব চ্যানেল: অনলাইনে আয় করার আরও একটি সহজ উপায় ইউটিউব চ্যানেল। শিক্ষামূলক থেকে রান্না শেখানো, লাইফ হ্যাকস্ থেকে বেড়ানো, বিষয় হতে পারে যে কোনও। চ্যানেলের ফলোয়ার বাড়াতে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। স্মার্টফোনে ভিডিও তুলেও আপলোড করতে পারেন চ্যানেলে। তবে শব্দ ও ছবির গুণমান ভাল হওয়া জরুরি। ভিডিওর যথেষ্ট ভিয়্যু হলে বিজ্ঞাপন বাবদ টাকা পাবেন।

    ১৬. অনুবাদের ব্যবসা: দুটি বা তার বেশি ভাষা জানা থাকলে অনুবাদের ব্যবসা শুরু করতে পারেন। পৃথিবীজুড়ে প্রতিদিন বিভিন্ন ধরণের অনুবাদের প্রয়োজন পড়ে, তা হতে পারে আইনি কাগজ বা মেডিক্যাল নথি, অথবা মোবাইল অ্যাপ বা গেমিং। এছাড়াও পাওয়া যায় সিনেমা বা টিভি সিরিজের সাবটাইটেল অনুবাদ করার কাজ। প্রতিটির জন্য নির্দিষ্ট কিছু দক্ষতা থাকা প্রয়োজন, প্রয়োজন সেই বিষয়ের শব্দ সম্পর্কে সম্যক জ্ঞান। ঘরে বসে ইন্টারনেটে ব্যবসা করে আয় হবে ভালই। অনুবাদ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হলে নিয়মিত কাজ পাওয়া যাবে।

    ১৭. গ্রাফিক ডিজাইনিং: বলা হয় পূর্ণ সময়ের চাকরির চেয়ে নিজের ব্যবসায় আয় বেশি করেন গ্রাফিক ডিজাইনাররা। কম্পিউটার আর প্রয়োজনীয় সফ্টওয়্যার থাকলে ১০,০০০ টাকায় ব্যবসা শুরু করতে পারবেন। বস্তুতঃ আলাদা কোনও অফিসেরও প্রয়োজন নেই, ব্যবসা করতে পারেন ঘরে বসেই। অর্ডার পেতে পারেন অনলাইনে অথবা চুক্তিবদ্ধ হতে পারেন বিভিন্ন কোম্পানির সঙ্গে যাদের নিয়মিত গ্রাফিক ডিজাইনিংয়ের কাজের প্রয়োজন। আজকের ডিজিটাল যুগে গ্রাফিক ডিজানিংয়ের কাজের সুযোগ প্রচুর।

    ১৮. ওয়েডিং প্ল্যানার: বিয়েবাড়ি ভাড়া করা থেকে ডেকরেশন, খাওয়া দাওয়া থেকে বিয়ের কার্ড ছাপান, কনের সাজ থেকে ফটোগ্রাফি বিয়ের ঝক্কি অনেক। আজকের ছোট পরিবার আর ব্যস্ততার যুগে এই সব কাজ সুষ্ঠভাবে করার লোক কমে আসছে। অথচ এই বিশেষ দিনটির জাঁকজমক নিয়ে আপস করতে চান না কেউই, আর তাই বাড়ছে ওয়েডিং প্ল্যানারদের চাহিদা। বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে অন্যতম এই ব্যবসা। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করা সম্ভব। প্রয়োজন একটা আকর্ষণীয় ওয়েবসাইট আর যোগাযোগ।

    ১৯. অনলাইনে বাংলা বই বিক্রি: আপনার যদি বাংলা সাহিত্য নিয়ে যথেষ্ট জানাবোঝা থাকে তাহলে ১০ হাজার টাকায় এই ব্যবসার কথা ভাবতে পারেন। অ্যামজন ফ্লিপকার্টের সৌজন্যে ইংরেজি ও মূলধারার অনেক বই অনলাইনে পাওয়া গেলেও বাংলা বইয়ের ক্ষেত্রে এ সুযোগ এখনও কম। বিশেষতঃ পুরনো বা দুষ্প্রাপ্য বাংলা বই অনলাইনে পাওয়াই যায় না।

    অথচ কলেজস্ট্রিট এলাকাতেই খুঁজলে বহু এরকম দুষ্প্রাপ্য বাংলা বইয়ের সন্ধান মেলে। নতুন ছোট প্রকাশকদের বইও রাখতে পারেন আপনার সংগ্রহে। কলেজস্ট্রিট যদি আপনার নখদর্পণে হয় এই ব্যবসা আপনার জন্য। নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুকের মাধ্যমে এই ব্যবসা করতে পারেন। অর্ডার অনুযায়ী ক্রেতার বাড়িতে পৌঁছে দিন বই। প্রচুর বই কিনে ব্যবসা শুরুর দরকার নেই। অর্ডার এলে বই সংগ্রহ করে পৌঁছে দিন ক্রেতার হাতে।

    ২০. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: ছোট বড় সব সংস্থার জন্যই সামাজিক মাধ্যমে উপস্থিতি প্রায় বাধ্যতামূলক হয়ে উঠছে। নিজেদের পরিষেবা বা পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া ও ক্রেতার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য সোশ্যাল মিডিয়ার ওপর অনেকাংশেই নির্ভর করে প্রায় সব কোম্পানিই। খরচও হয় কম। বড় কোম্পানিদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য নিজস্ব কর্মী থাকলেও ছোট কোম্পানি বা স্টার্টআপ-রা বেশিরভাগই বাইরের সংস্থাকে দিয়ে থাকে এই কাজের দায়িত্ব। বিনা বিনিয়োগে ঘরে বসে আয় করতে পারেন এই উপায়ে।

    ২১. মিনারেল ওয়াটারের ব্যবসা: কম টাকায় লাভজনক ব্যবসা করতে হলে বাড়িতে বাড়িতে মিনারেল ওয়াটারের ড্রাম পৌঁছে দেওয়া একটা সহজ উপায়। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন। শহরাঞ্চল ও শহরতলিতে বহু পরিবারই পানির জন্য নির্ভর করে এই পানি বিক্রেতাদের ওপর। এই কাজ পরিশ্রমসাধ্য, ভ্যানে করে পানির ড্রাম টেনে নিয়ে যেতে হয় এ পাড়া থেকে ও পাড়া।

    ২২. মোবাইল রিচার্জের দোকান: অনলাইন রিচার্জের যুগেও বেশিরভার উপভোক্তাই এখনও স্থানীয় দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করতেই বেশি সচ্ছন্দ, তাই পাড়ায় একটি ছোট দোকান ঘর ভাড়া করে কম খরচে শুরু করতে পারেন এই ব্যবসা। নেটওয়ার্ক প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করে চুক্তিবদ্ধ হতে হবে, জেনে নিতে হবে কমিশন রেট। বাজারে দোকান না কিনে পাড়ার ছোট দোকার ঘর ভাড়া নিলে ১০ হাজার টাকায় ব্যবসা শুরু সম্ভব।

    ২৩. টিফিন ডেলিভারি: খাবারের হোম ডেলিভারির মতোই আরেকটি লাভজনক ব্যবসা টিফিন ডেলিভারি। পরিবারের সকলকেই যখন কাজে বেরোতে হয়, অফিসে যাওয়ার আগে টিফিন তৈরি করে নিয়ে যাওয়া প্রায় কারোও পক্ষেই সম্ভব হয় না। আর তাই আপনি যদি উন্নত গুণমানের ঘরে তৈরি খাবার পৌঁছে দিতে পারেন অফিসে তাহলে বিক্রি হবে ভালই। খাবার পৌঁছতে হবে অফিস এলাকায়, তার জন্য লোক রাখতে পারেন। ১০ হাজারা টাকায় ব্যবসা শুরু করে লাভের মুখ দেখুন প্রথম মাসেই।

    ২৪. চায়ের দোকান: চায়ের দোকান খুলতে ভাড়া করতে হবে একটা ছোট দোকান ঘর বা স্টল বসানোর জায়গা, কিনতে হবে কিছু বেঞ্চ আর টেবিল। ১০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে পুরোটাই। আর পাঁচটা চায়ের দোকানের থেকে খানিক আলাদা ভাবে সাজিয়ে নিন আপনার দোকান। দেওয়ালে ছবি আঁকাতে পারেন, বা টেবিল-বেঞ্চের রঙে আনতে পারেন নতুনত্ব। দোকানের অন্দরসজ্জাই এক্ষেত্রে হবে প্রধান। পাশাপাশি ভাল মানের চা যদি কম দামে বিক্রি করতে পারেন ব্যবসা বাড়বে। সঙ্গে মুখরোচক কিছু স্ন্যাক্সের ব্যবস্থাও রাখতে পারেন।

    ২৫. ফুড ভ্যান: ছোট ফুড ভ্যানে করে খাবার বিক্রি করলে ১০হাজার টাকায় ব্যবসা শুরু করা সম্ভব। রাখতে পারেন রোল-চাউমিন অথবা বার্গার-স্যান্ডউইচের মতো খাবার। নতুন ধরণের খাবারও চেষ্টা করতে পারেন। খাবার সুস্বাদু হওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারলে বিক্রি ভাল হবে। অফিস এলাকায় বিক্রি বেশি হওয়া সম্ভাবনা বেশি।

    ১০ হাজার টাকায় ব্যবসার উপায় আছে অনেক, আপনাকে বুঝতে হবে বাজারের চাহিদা আর চিহ্নিত করতে হবে নিজের দক্ষতা আর আগ্রহ। এই ছোট ব্যবসায় আপনার দক্ষতা আর উদ্ভাবনী শক্তিই আপনার পুঁজি। সেই পুঁজিকে কাজে লাগিয়েই শুরু করতে পারেন ব্যবসা। দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে আয়। তথ্যসূত্র: ইন্টানেট।

     

  • একুশে গ্রেনেড হামলায় এক হাজার আট’শ স্প্লিন্টার নিয়ে সাভারের মাহবুবা অসহ্য যন্ত্রনা শরীরে 

    একুশে গ্রেনেড হামলায় এক হাজার আট’শ স্প্লিন্টার নিয়ে সাভারের মাহবুবা অসহ্য যন্ত্রনা শরীরে 

    একুশে গ্রেনেড হামলায় এক হাজার আট’শ স্প্লিন্টার নিয়ে সাভারের মাহবুবা অসহ্য যন্ত্রনা শরীরে 

    প্রচারেঃ সাভার ও ধামরাইয়ের আওয়ামীলীগসহ অংগসংগঠন।

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    বিএনপিকে খুনির দল উল্লেখ করে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত সাভারের মাহবুবা পারভিন বলেছেন তারা সন্ত্রাস বিরোধী জনসভায় গ্রেনেড হামলা করে ২৬টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। তাদেরকে এই বাংলায় শুধু ফাঁসি দিলে হবে না, জনসভায় ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেয়ার দাবি জানান। যাতে করে সারা বিশ্বে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা সবসময় আমার খোঁজ খবর নেন। কিন্তু স্থানীয়রা খুজ রাখেন না।
    তিনি দুইবারে আমাকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং মিরপুরে ১৪শ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাটও দিয়েছেন।

    কিন্তু সাভারের আওয়ামী লীগ নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমি সাভার পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সময় গ্রেনেড হামলার শিকার হতে হয়। সাভারের আওয়ামী লীগ অনেকে নেতারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। একেকজনের বাড়িতে সারি সারি গাড়ি ও বাড়ি রয়েছে তবুও তাদের কোন সহযোগিতা নেই।

    তিনি আরো জানান, দিনের পর রাতে বাসার সবাই যখন ঘুমিয়ে পরে আমি তখন সারারাত জেগে থাকি। আমার শরীরে থাকা ভয়াবহ সেই ২১ আগস্টের গ্রেনেডের স্প্লিন্টারগুলো আমাকে ঘুমাতে দেয় না,বার বার নাড়া দেয় । সারা শরীরে প্রচণ্ড ব্যথা। করোনার কারণে কোথাও চিকিৎসা নিতে যেতেও পারছি না। এক হাজার আটশ’ স্প্লিন্টার আমাকে কুরে কুরে খাচ্ছে। এ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমি ছাড়া কেউ বুঝবে না। তবে একজন খুব অন্তর দিয়ে বোঝেন। তিনি মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার অসামান্য অবদান ও সহযোগিতার কারণেই আমরা গ্রেনেড হামলায় আহতরা এখনও বেঁচে আছি।’
    কথাগুলো বলছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেত্রী মাহবুবা পারভিন। গ্রেনেড হামলাস্থলে যেভাবে তিনি পড়েছিলেন অনেকেই মনে করেছিলেন মারা গেছেন। তার সেই ছবিটি পরিনত হয়েছে সেই মামলার প্রতীকী ছবিতে।
    মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মাহবুবা সমকালকে বলেন, ‘আহতদের প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা করিয়েছেন বলেই আমরা এখনও কিছুটা সুস্থ রয়েছি। তিনি আমাকে সুন্দরভাবে থাকার জন্য ঢাকায় একটি ফ্ল্যাট দিয়েছেন। আর্থিকভাবে সহযোগিতা করেছেন। যতদিন আমি বেঁচে থাকব তার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইব। তার মতো এমন মমতাময়ী নেত্রী আছেন বলেই আমার মতো একজন কর্মী বেঁচে আছে। আমি দলের দুঃসময়ে রাজনীতি করেছি। এখনও দলের সব রাজনৈতিক কর্মকাণ্ডে যাওয়ার চেষ্টা করি। তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় সব ক্ষেত্রে যেতে পারি না।

    মাহবুবা পারভিনের ক্ষোভ সাভারের স্থানীয় নেতাদের ওপর। তিনি বলেন, ‘স্থানীয় রাজনীতিবিদরা আমাকে তেমন মূল্যায়ন করেন না। এতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। কারণ আমার পাশে আছেন নেত্রী। যেখানে নেত্রীই আমার খোঁজখবর রাখেন, সেখানে অন্য নেতারা কে, কী করল তা নিয়ে আফসোস করি না।
    ২১ আগস্ট গ্রেনেড হামলায় যদি নেত্রীর কিছু হয়ে যেত তাহলে আমরা এভাবে বেঁচে থাকতে পারতাম না। রচনা হতো অন্য একটি বাংলাদেশের। নেত্রী বেঁচে আছেন বলেই আজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত উন্নয়নের বাংলাদেশ সারাবিশ্বে রোলমডেল হিসেবে পরিচিত লাভ করছে। উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকলে এ দেশ উন্নয়নশীল দেশ হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে।

    উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে চালানো হামলায় প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী নারী নেত্রী আইভী রহমানসহ ২৬ জন নিহত হয়। আহত হয় কয়েকশ মানুষ। আহতদের মধ্যে যারা বেঁচে আছেন তারা শরীরে অসংখ্য গ্রেনেডের স্পিন্টার নিয়ে প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন তারাও। অনেকেই আবার চিরদিনের মতো পঙ্গু হয়ে গেছেন। এদেরই একজন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক নারী সাভারের মাহবুবা পারভীন। তবে মনবতার মা শেখ হাসিনা শুরু থেকে তাদের খুজ খবর নিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।

    —–

  • সাভারে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সাংবাদিক সম্মেলন

    সাভারে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সাংবাদিক সম্মেলন

    সাভারে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    মাদক ব্যবসার আস্তানা ভেঙ্গে দেওয়া ইয়াবা ব্যবসা ও চাঁদা বাজি বন্ধ করার ফলে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
    বৃহস্পতিবার দুপুরে বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে এসময় স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
    সংবাদ সম্মেলনে এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,তিনি বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে গত কয়েক বছরে প্রায় ৬০ কোটি টাকার উন্নয়ন মুলক কাজ করেছেন। অবহেলিত বনগাঁও ইউনিয়ন পরিষদের আনাচে কানাচে জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত উন্নয়ন করে চলেছেন। যার ফলে বনগাঁও ইউনিয়নের কিছু ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে উঠে পড়ে লেগেছে। এসময় তিনি আরও বলেন,বনগাঁও ইউনিয়ন পরিষদের বেশ কয়েকজন ইউপি সদস্য দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদা বাজি সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এসময় তিনি তাদের এ অপরাধ মুলক কর্মকান্ড প্রশাসনের সাহায্য নিয়ে তিনি বন্ধ করে দেন। যার ফলে বেশ কয়েকজন ইউপি সদস্য তার বিরুদ্ধে মিথ্যা ভুয়া রেজুলেশনসহ বিভিন্ন প্রকল্প থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তুলে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেন যার কোন ভিত্তি নেই। এসময় তিনি আরও বলেন একটি হাউজিং কোম্পানী ইউপি সদস্যদেরকে ব্যবহার করে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এছাড়া তিনি কোন ব্যক্তির জমি দখল ও মাদক ব্যবসার সাথে জড়িত নন দাবি করে তিনি আরও বলেন বনগাঁও ইউনিয়নে তিনি কোন অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেননি। এছাড়া বতর্মান যুগে যেখানে সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দিয়েছেন সেখানে তিনি কিভাবে এলাকায় মানুষের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন বলেও প্রশ্ন তোলেন। তার বিরুদ্ধে যারা এসব মিথ্যা অভিযোগ দিয়ে তার সম্মান ক্ষুন্ন করেছেন তাদের তিনি কঠোর শাস্তি দাবি করেন। এছাড়া তিনি তার বিরুদ্ধে সকল আনিত অভিযোগ প্রশাসনকে তদন্ত করার দাবি জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে তিনি আরও বলেন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে তিনি সকল ইউপি সদস্যদের বেতন ভাতা ও এলাকার উন্নয়ন মুলক কাজ দিয়ে আসছেন। এসময় তিনি তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তিনি গণমাধ্যমে সত্য ও বস্তু নিষ্ট সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের আহবান জানিয়ে বলেন তিনি যদি কোন দুর্নীতি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করলে তার কোন দুঃখ নেই। কিন্ত মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রচার করলে গণমাধ্যমের উপর থেকে সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে বলেও বলেন তিনি।
    এসময় সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন ইউপি সদস্য বলেন,চেয়ারম্যানের সাথে তাদের কোন মন্য মালিন্য নেই বলে দাবি করেন।
    সংবাদ সম্মেলন শেষে স্থানীয়রা মিথ্যা অভিযোগকারীদের কঠোর শাস্তির দাবিতে ইউপি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করেন। এদিকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার ফলে ইউনিয়নবাসী ফুঁসে উঠেছে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে তারা এসময় তদন্ত করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
    স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান ,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করে চলেছেন যার ফলে কিছু ব্যক্তি ইশ^ানিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছেন।