Category: বিশেষ সংবাদ প্রতিবেদন

  • দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট সাংবাদিকদের বরাদ্দের দাবিতে স্মারকলিপি

    দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট সাংবাদিকদের বরাদ্দের দাবিতে স্মারকলিপি

    দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট
    সাংবাদিকদের বরাদ্দের দাবিতে স্মারকলিপি

    ঢাকাঃ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০: দ্বিতীয় দফায় সারাদেশের সাংবাদিকদের অনুকূলে বিশেষ বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট ইমেইলে আজ বৃহস্পতিবার সকালে স্মারকলিপি পাঠানো হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সকল জেলা-উপজেলার সাংবাদিকদের পক্ষে স্মারকলিপিটি পাঠান।

    স্মারকলিপিতে দাবি করা হয়, চলমান মহামারী করোনা মোকাবেলায় সরকারের প্রশাসন ও চিকিৎসকের পাশাপাশি সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা রাখছেন। সরকারের পক্ষ থেকে একমাত্র সাংবাদিক ছাড়া বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। যা সাংবাদিকদের জন্য ভীষন বেদনা ও পীড়াদায়ক।

    এদিকে গত ১৯ এপ্রিল বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে সারাদেশের সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সকল জেলা প্রশাসককে চিঠি প্রদান করা হয়েছিল। কিন্তু ওই চিঠিটি অনিবার্যকারন দেখিয়ে ২১ এপ্রিল প্রত্যাহার করে নেয়া হয়। এতে সারাদেশের সাংবাদিকেরা লজ্জিত ও ব্যথিত হয়েছে। ফলে গত দু’দিন ধরে প্রেস কাউন্সিলের দায়িত্বে থাকা চেয়ারম্যান-সচিবের অপসারণ ও পরিচালনা কমিটি পূনর্গঠনের দাবি করা হয়েছে।

    এছাড়া ২১ এপ্রিল ঢাকায় তথ্যমন্ত্রীর নিকট কিছু সাংবাদিকের একটি তালিকা দাখিল করে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ। এতে কেবল তাদের সংগঠনের সাংবাদিকদের স্বার্থই দেখা হয়েছে। কিন্তু মহামারী করোনায় সারাদেশের সাংবাদিকরাইতো দায়িত্ব পালন করছেন, তবে কেনো তাদেরকে সহায়তার আওতায় আনা হবেনা! সকল ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর আশু নির্দেশণা আশা করছে দেশের সকল সাংবাদিকেরা।

    সারাদেশের সংকটময় মূহূর্তে সাংবাদিকরাই তাৎক্ষনিক খবর পৌঁছে দিয়ে জনসচেতনতা তৈরী করে থাকেন। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভূত্থান ও ৭১’র মুক্তিযুদ্ধসহ রাষ্ট্রীয় প্রয়োজনে সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। কিন্তু স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও একমাত্র সাংবাদিকরাই রাষ্ট্রের কাছ থেকে কোন সুবিধাদি গ্রহন করেনি।

    ইতিমধ্যে চলমান করোনায় প্রায় ১৫-১৬ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। তাদের সুচিকিৎসার দাবি করা হয়।

    স্মারকলিপিতে মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ রাখা হয় যে, কোন কুলীন সাংবাদিক কিংবা তাদের সংগঠনের নেতাদের কথায় কান না দিয়ে আপনার প্রশাসনের দ্বারা খোঁজ নিয়ে অথবা নিজগুনে দাবির বিষয়টি বিবেচনা করবেন। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা-উপজেলা অনুযায়ী কর্মরত পেশাদার সাংবাদিকদের অনুকূলে চলমান করোনা মোকাবেলায় বিশেষ অর্থ সহায়তা বরাদ্দেরও দাবি করেন নেতৃবৃন্দ (খবর বিজ্ঞপ্তি)।

  • করোনায় লকডাউনে সাভারের রেডিওকলোনি এলাকায় কর্মহীন অসহায় মানুষ অর্ধহারে ও অনাহার নিবারণের খাদ্য সামগ্রী প্রয়োজন..শেখ এ কে আজাদ

    করোনায় লকডাউনে সাভারের রেডিওকলোনি এলাকায় কর্মহীন অসহায় মানুষ অর্ধহারে ও অনাহার নিবারণের খাদ্য সামগ্রী প্রয়োজন..শেখ এ কে আজাদ

    করোনায় লকডাউনে সাভারের রেডিওকলোনি এলাকায় কর্মহীন অসহায় মানুষ অর্ধহারে ও অনাহার নিবারণের খাদ্য সামগ্রী প্রয়োজন..শেখ এ কে আজাদ

     

    সাভারের রেডিও কলোনি নয়াবাড়ী ও ভাটপাড়া এলাকায় প্রায় ৫ শতাধীক হতদরিদ্র, অসহায়,দুস্থ্য ও মধ্যবিত্ত পরিবাররের মধ্যে জরুরি ভাবে ত্রান সামগ্রী প্রয়োজন।
    সরকারের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি,সমাজসেবক,ব্যবসায়ী হৃদয়বান ব্যক্তি থাকেন তাদের পাশে দাড়াতে পারেন।
    করোনা ভাইরাসের ভয়াল থাবাতে সরকারে ঘোষিত ও অঘোষিত এলাকায় লকডাউনে কর্মহীন হয়ে পরে তারা আজ অর্ধহারে ও অনাহারের মত দিন যাপন করছে।ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করা হয়েছে।
    সাভার পৌর ১ নং ওয়ার্ড এলাকায় দুটি মহল্লায় প্রায় ১০০০ হাজার লোক হবে তাদের তালিকা পর্যায়ক্রমে তালিকা করা হবে।
    করোনা ভাইরাস প্রতিরোধে গনসচেতনতা ও মোকাবেলায় সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ করা হয়েছে। গনসচেতনতায় এ সংগঠনটি সকলকে ঘরে ঘরে থাকতে বিভিন্ন ভাবে বুঝিয়ে চেষ্টার ফলে এলাকার মানুষ সচেতন হয়ে তারা ঘরে ফিরে। কিন্তু তারা আজ কর্মহীন হয়ে পরলে তারা আজ অর্ধ ও অনাহারে দিনপাত করছে।

    এ সংগঠনটি ইতিমধ্যে রেডিও কলোনী,নয়াবাড়ী,ভাটপাড়া এলাকায় সমাজে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ভাবে গনসচেতনতার বৃদ্ধি সহ মানবসেবা লক্ষে সেচ্ছায় কাজ করে যাচ্ছে সংগঠনের সকল সদস্য।

    এ সংগঠনের কার্যালয় বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তা ব্যক্তিসহ অনেকে পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করেছেন।

    করোনা ভাইরাস প্রতিরোধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষে ও মোকাবেলায় সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ গ্রহন করেন সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ এতে সম্মতি দেন যুব সম্প্রদায়ের সুমন।
    তিনি সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করছেন। তিনি আরো জানান অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসলে আল্লাহ তার সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখেন।

    আহবানেঃ সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠন।
    যোগাযোগঃ ১৪/২, নয়াবাড়ি, বউবাজার, বিপিএটিসি,সাভার,ঢাকা।
    ০১৬৭৩০৮৬৮১৪

  • কর্মহীন দরিদ্র মানুষেরা যে খাদ্য সামগ্রী পাচ্ছেন এটা তাদেরকে সাহায্য বা ভিক্ষা নয়,নাগরিক অধিকার

    কর্মহীন দরিদ্র মানুষেরা যে খাদ্য সামগ্রী পাচ্ছেন এটা তাদেরকে সাহায্য বা ভিক্ষা নয়,নাগরিক অধিকার

    কর্মহীন দরিদ্র মানুষেরা যে খাদ্য সামগ্রী পাচ্ছেন এটা তাদেরকে সাহায্য বা ভিক্ষা নয়,নাগরিক অধিকার

    নিজস্ব প্রতিবেদকঃ
    করোনা পরিস্থিতিতে “কর্মহীন দরিদ্র মানুষেরা যে খাদ্য সামগ্রী পাচ্ছেন এটা তাদেরকে সাহায্য বা ভিক্ষা নয়” এটা পৌর নাগরিকদের অধিকার এমন মন্তব্য করেন সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি। বুধবার (১৫ এপ্রিল) সকালে সাভারের থানা রোড এলাকার কলেজ মাঠে নতুন বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষেরা যাতে খাদ্যের জন্য কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন জননেত্রীর নির্দেশনায় আমরা সারা পৌর এলাকায় তাদের পাশে আছি। এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে হলে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, সরকারের নির্দেশনাগুলো মানতে পারলে অবশ্যই আল্লাহর রহমতে আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো। তাই আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা আপনাদের সন্তানের কথা ও দেশের মানুষের কথা চিন্তা করেন। যদিও একটু কষ্ট হবে তারপরও এই কয়েকটা দিন পরিবারসহ বাড়িতে অবস্থান করেন। আমরা আপনাদের যে খাদ্য সামগ্রী বিতরণ করছি এটা কোন সাহায্য ও সহযোগিতা নয়। এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের আরো খাদ্য সামগ্রী পৌঁছে দিব। আপনারা পৌর এলাকার নাগরিক। আমি নাগরিকদের সেবায় নিয়োজিত। তাই আপনাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রেখেছি। এটা কোন দয়া ও ভিক্ষা নয় এটা আপনাদের অধিকারের জিনিস আপনারা নিবেন। আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন যাতে এই রোগ থেকে বাংলাদেশের সবাই মুক্তি পায়। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্যও দোয়া করবেন। আপনাদের জন্য কাজ করতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন।

  • শ্রীপুরে ইয়াবাসহ জনতার কাছে আটক, ছেড়ে দিলেন ইউপি চেয়ারম্যান

    শ্রীপুরে ইয়াবাসহ জনতার কাছে আটক, ছেড়ে দিলেন ইউপি চেয়ারম্যান

    শ্রীপুরে ইয়াবাসহ জনতার কাছে আটক, ছেড়ে দিলেন ইউপি চেয়ারম্যান

    মোহাম্মদ আদনান মামুন, (শ্রীপুর, গাজীপুর)
    গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল আজিজ তিন পিছ ইয়াবাসহ ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। উপজেলার ধামলই গ্রামে এলাকাবাসী ইয়াবাসহ আটক করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করলে থানা পুলিশ না দিয়ে ছেড়ে দিয়েছে।

    বুধবার (৮ এপ্রিল ২০২০) বিকেলে মজনু নামের এক ইয়াবা ব্যবসায়ীর বাড়ি থেকে তিন পিস ইয়াবা কিনে পথের মধ্যে আটক করে স্থানীয় জনতা। আটককৃতরা হলো, কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান উদ্দিনের ছেলে রাকিব আল মামুন (২৫) ও অটোচালক (২৮)। ইতিমধ্যে ইয়াবাসহ আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে গেছে।

    কাওরাইদ ইউনিয়ন গ্রাম পুলিশ আব্দুর রশীদ জানিয়েছেন, বুধবার দুপুরে চেয়ারম্যান আমাদেরকে পাঠালে আমরা তাদেরকে তিন পিস ইয়াবাসহ পরিষদে নিয়ে আসি। চেয়ারম্যানের কাছে বড়িসহ তাদেরকে বুঝিয়ে দেই। পরে কি করেছে তা আমার জানা নেই।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় প্রতক্ষদর্শী জানিয়েছেন, মজনু স্থানীয় ইয়াবার ডিলার। সে একাধিকবার মাদক মামলায় জেল খেটেছে। আটককৃতরা মজনুর বাড়ি থেকে আসার পথে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান তাদেরকে ছেড়ে দেয়। হাতেনাতে ইয়াবাসহ আটক হওয়া আসামিদের ছেড়ে দিয়ে চেয়ারম্যান অন্যায় করেছে।

    স্থানীয় ওয়ার্ড মেম্বার শফিক হায়দার জানিয়েছেন, আমি এলাকাবাসীকে বলে দিয়েছি মজনু (ইয়াবার ডিলার) তার বাড়িতে লোকজন আসলে আটক করার জন্য। চেয়ারম্যান পুলিশকে না জানিয়ে ছেড়ে দেয়ার বিষয়টি ইয়াবা ব্যবসায়ী রাকিব উৎসাহ পেয়েছে। তাকে পুলিশে দেয়া উচিৎ ছিল।

    চেয়ারম্যান আজিজুল হক বলেন,তাদের কাছে ইয়াবা না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। । যেহেতু ইয়াবা পাওয়া জায়নি পুলিশে দেয়ার প্রশ্ন আসে না। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন বিষয়টি কেউ আমাদের জানায়নি,খবর পেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হতো।

  • শ্রীপুরে নারায়নগঞ্জ থেকে এক দম্পতি শ্রীপুরে শশুড় বাড়িতে বেড়াতে আসায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা

    শ্রীপুরে নারায়নগঞ্জ থেকে এক দম্পতি শ্রীপুরে শশুড় বাড়িতে বেড়াতে আসায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা

    শ্রীপুরে নারায়নগঞ্জ থেকে এক দম্পতি শ্রীপুরে শশুড় বাড়িতে বেড়াতে আসায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর, গাজীপুরঃ করোনায় আক্রান্ত নারায়নগঞ্জ জেলা থেকে এক দম্পতি গাজীপুর জেলার শ্রীপুরে শশুড় বাড়িতে বেড়াতে আসায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন আজকে রাতের মধ্যে ওরা চলে যাবে।

    জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হয়দেবপুর গ্রামের সীমান্তবাজার সংলগ্ন জনৈক আব্দুল মান্নানের মেয়ের বিয়ে হয়েছে নারায়ানগঞ্জে। আজ সকালে হঠাৎ করে মান্নানের মেয়ে ও জামাই বাড়িতে আসে। এই খবর প্রচার হলে এলাকাবাসী নানা জায়গায় ফোন করে ঘটনা জানায়। একই সঙ্গে ওই বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তায়ও লোকসমাগম কমে যায়।

    স্থানীয় একটি সূত্র বলছে, নারায়ারগঞ্জ থেকে এই দম্পতি পালিয়ে গতরাতে গফরগাও আসলে স্থানীয় লোকজন তাড়িয়ে দেয়। তাড়া খেয়ে তারা আজ সকালে হয়দেবপুর গ্রামে জামাই তার স্ত্রী সহ শশুড়বাড়িতে আশ্রয় নেয়।

    কাওরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার আকবর আলী জানায়, ঘটনা সঠিক। আজ রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে নারায়ানগঞ্জ থেকে আসা পরিবারকে। স্থানীয় শ্রীপুর থাননা পুলিশকে ঘটনা জানানো হয়েছে বলে জানান ওই মেম্বার। তিনি আরো জানান কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান কে অবহিত করেছি তিনি বলেছেন রাতের ভিতরে এলাকা না ছাড়লে আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শ্রীপুরে শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ

    শ্রীপুরে শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ

    শ্রীপুরে শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ

    মোহাম্মদ আদনান মামুন, (শ্রীপুর, গাজীপুর):
    গাজীপুরের শ্রীপুরে শ্বাসকষ্টে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তার দেহে করোনা ভাইরাস সংক্রমন রয়েছে কিনা তা নিশ্চিত করতে নিহতের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে কর্তৃপক্ষ।

    স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: এএসএম ফাতেহ্ আকরাম জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। আজ (বৃহস্পতিবার) সকালে যুবকের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

    শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষণ দাস জানান, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে শরীরের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়াও ওই বাড়ির সব লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

    তিনি আরও জানান, এপর্যন্ত শ্রীপুরে ৩৯০জনকে হোম কোয়ান্টাইন করা হয়েছিল। পর্যায়ক্রমে ৩শ ৮০জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখনো কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়নি। এছাড়াও করোনা সন্দেহে এখন পর্যন্ত ২১জনের নমুনা ঢাকার রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান আইইডিসিআরে পাঠানো হয়েছিল, এদের মধ্যে ৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও হাতে আসেনি।

  • করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা

    করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা

    করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা

    নিজস্ব প্রতিবেদকঃ
    করোনা ভাইরাস প্রতিরোরোধে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে গত কয়েকদিন ধরে কাজ করে আসছে যুব সম্প্রদায়ের সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি’র আহবায়ক ও সাংবাদিক শেখ একে আজাদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাভার রেডিও কলোনি সেচ্ছাসেবী সংগঠনটির আত্বপ্রকাশ করা হয়েছে।করোনা শেষ না হওয়া পর্যন্ত চলবে সেচ্ছাসেবী সংগঠনের কাজ।

    বুধবার (৮) এপ্রিল রাত আটটার সময় করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠন পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃআব্দুল্লাহ আল মাহ্ফুজ। এসময় তার সাথে পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    তিনি বলেন, এ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশ এমন সময় সাংবাদিকতার পাশাপাশি  মহতি উদ্যোগ গ্রহন করায় সাংবাদিকসহ সেচ্ছাসেবী সংগঠনে যারা জরিত সকলকে অভিনন্দন জানান এবং অফিসের কার্যক্রমের লক্ষে তিনি সন্তোস প্রকাশ করেন। তিনি সংগঠনের সকলকে সচেতন হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

    সংগঠনটি এলাকাবাসীকে সরকারের নির্দেশ পালনে যথাযথ মেনে চলা,সচেতন মূলক হিসেবে সকলের হাতে ও পায়ে জীবানুনাশক স্প্রে করা, গনসমাগম নিষেধ করা,কারো সংস্পর্শ থেকে ৪০ ইন্চি সামাজিক দূরত্ব বজায় রেখে পথ চলা,দোকান-পাট সরকারী নির্দেশ অনুযায়ী খুলা ও বন্ধ করা,করোনার সচেতনমূলক গাড়ী ও মাইক ব্যবহার করে এলাকায় বহুগুনে সচেতন বৃদ্ধি করা,প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসা,সকলকে ঘরে থাকার উদ্বুদ্ধ করা। লকডাউন কেউ মেনে না চললে প্রশাসনিক সহযোগিতায় অভিযুক্তদের ব্যবস্থা গ্রহন করা।

    করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় এলাকার গরীব,অসহায় দুস্থ, মধ্যবিত্তি শ্রেনিদের সাহায্যর্থে মানবতার লক্ষে ক্ষুদ্র প্রচেষ্টায় সমাজের সচেতন মানুষসহ বিত্তবান ব্যক্তি ও সরকারের ত্রান তহবিল থেকে সহায়তা নিয়ে তাদের নিকট পৌছে দেয়া নানা কার্যক্রম চালাবে সংগঠনটি ।
    করোনা ভাইরাস ক্রান্তিলগ্নে সেচ্ছাসেবী সংগঠনটি সরকারের পাশে থেকে সাংবাদিকসহ প্রায় ৫১ জনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাবে।

    সকল সদস্যরা সেচ্ছায় শ্রম দিবে ক্ষুদ্র প্রয়াসে শুধু সমাজের কল্যানে তথা রাষ্ট্রের ক্রান্তি লগ্নে ক্ষুদ্র প্রচেষ্টায় অংশীদার হওয়া প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ ।

    করোনা ভাইরাস প্রতিরোধে সাভার রেডিও কলোনি সেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি সুমন, সদস্য সচিব শেখ এ কে আজাদসহ সেচ্ছাসেবী অন্যন্য সদস্যগন উপস্থিত ছিলেন।

    এদিকে সরকারের নির্দেশনা মেনে ব্যবসায়ীরা  যথাযথ নিয়ম পালন ও অযথা এলাকায় কেউ ঘোরাঘুরি  করছে কিনা নির্বাহী হাকিম মোঃআব্দুল্লাহ আল মাহ্ফুজকে এলাকা পরিদর্শন কালে সহযোগিতা করেন। তিনি বিভিন্ন দোকানীকে সতর্ক করে দিয়ে সরকারী প্রশাসনের সময় অনুযায়ী খোলা রাখতে  নির্দেশ দেন। এসময় এলাকায় বিভিন্ন ফার্মেসীতে সামাজিক দূরত্ব না মানায় ফার্মেসী মালিকদের আর্থিক জরিমানা করেছেন।

  • সাভারে করোনা আতঙ্কে সামাজিক দূরত্ব বজায় না রেখে টিসিবির খাদ্যদ্রব্য বিক্রি,এলাকায় সচেতন মহলে আতঙ্ক

    সাভারে করোনা আতঙ্কে সামাজিক দূরত্ব বজায় না রেখে টিসিবির খাদ্যদ্রব্য বিক্রি,এলাকায় সচেতন মহলে আতঙ্ক

    সাভারে করোনা আতঙ্কে সামাজিক দূরত্ব বজায় না রেখে টিসিবির খাদ্যদ্রব্য বিক্রি,এলাকায় সচেতন মহলে আতঙ্ক

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সারা বাংলাদেশে লকডাউনের আওতায় আসলেও সাভার বাজার বাসস্ট্যান্ডে টিসিবির দেয়া চাল ডাল চিনি তৈল বিতরণে এলাকাবাসী লকডাউনের মধ্য তারা এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ক্রয় করার সময় লাইন ধরে কিনলেও মানছে না সামাজিক দূরত্ব।

    মঙ্গলবার সকালে সাভারে টিসিবি চাল ডাল তৈল চিনি বিতরণে অনিয়মের মধ্যে সামাজিক দূরত্ব বজায় নস রাখায় এখন করোনা আতঙ্ক ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে।
    নিয়ম নীতি না মেনে টিসিবির এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিক্রয়কালে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করলে তারা সচেতন না হয়ে বিক্রয় করছে। এসময় খাদ্যদ্রব্য কিনতে কয়েকশত লোকের গনসমাগমে লাইনে দেখা গেল অসচেতনাতায় দূরত্বহীন।
    তাদের এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণে ছড়িয়ে যেতে পারে মহামারি করোনা ভাইরাস।এখন শুধুই আতঙ্কে এলাকার সচেতন মহল।

    এদিকে টিসিবির নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য কিনতে আসা ক্রেতারা সামাজিক দূরত্ব না রাখায় ঢাকা-আরিচা মহাসড়কে সেনাবাহিনীর টহলরত সদস্যরা নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। তারা বহুক্ষন চেষ্টার পর দূরত্ব নিয়ন্ত্রন করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রন করে আনার পর তারা চলে গেলে আবার সেই আগের অবস্থায় টিসিবির নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিক্রয় করে প্রতিনিধি দল।
    যেখানে করোনা আতঙ্ক ও আক্রান্ত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে দেড় শতাধিক মানুষ সেখানে সামাজিক দূরত্ব বজায় না রাখায় এটি অনিয়মের মধ্য পড়ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মানুষ।

  • সাভারের রেডিওকলোনি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে গনসমাগম ও গনসচেতনতার বৃদ্ধির লক্ষে ‘সাপ্রেমিকস’র সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ

    সাভারের রেডিওকলোনি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে গনসমাগম ও গনসচেতনতার বৃদ্ধির লক্ষে ‘সাপ্রেমিকস’র সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ

    সাভারের রেডিওকলোনি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে গনসমাগম ও গনসচেতনতার বৃদ্ধির লক্ষে ‘সাপ্রেমিকস’র সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ

    নিজেস্ব প্রতিবেদকঃ
    সাভার পৌর রেডিও কলোনি বউ বাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোরোধ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ করা হয়েছে।

    সরকারি নির্দেশ পালন করতে বিভিন্ন দোকান পাট, বাজার ও তার আশেপাশে গনসমাগম বন্ধ করতে ও করোনা ভাইরাস প্রতিরোধে গনসচেতনতার বৃদ্ধির লক্ষে এ সংগঠনের উদ্যোগ গ্রহন।

    রেডিওকলোনি নয়াবাড়ী এলাকায় শুক্রবার রাতে সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির উদ্যোগে সেচ্ছাসেবী হিসেবে এগিয়ে এসেছেন যুব সমাজ,ব্যবসায়ী,এলাকার গন্যমান্য বক্তিবর্গগন।

    সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ ও যুব সমাজের সুমন উদ্যোগ গ্রহন করলে সচেতন মহল করোনা প্রতিরোধে সেচ্ছাসেবী সংগঠনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

    রেডিওকলোনিসহ নয়াবাড়ীর বিভিন্ন এলাকায় এর সচেতন বৃদ্ধি লক্ষে কাজ করবে সংগঠনটি।

    সরকারী নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • করোনা আতঙ্কে লকডাউনের আওতায় ত্রান না পেয়ে খালি হাতে ফিরলেন অসহায় ভিক্ষুক (ভিডও)

    করোনা আতঙ্কে লকডাউনের আওতায় ত্রান না পেয়ে খালি হাতে ফিরলেন অসহায় ভিক্ষুক (ভিডও)

    করোনা আতঙ্কে লকডাউনের আওতায় ত্রান না পেয়ে খালি হাতে ফিরলেন অসহায় ভিক্ষুক
    (ভিডও)

    নিজস্ব প্রতিবেদকঃ
    করোনা আতঙ্কে সাভারের ভিক্ষুকরা অর্ধহারে অনহারে দিনপাত অতিবাহিত করছেন বলে জানা গেল। তারা বিভিন্ন জায়গায় ত্রানের জন্য ঘুরাঘুরি করলেও পরিচিত মানুষ ও তালিকা ছাড়া কেউ ত্রান অনুদানের জন্য এগিয়ে আসছে না।
    সংবাদকর্মী শেখ এ কে আজাদের সাথে শুক্রবার বেলা ১১ টায় সরাসরি কথা হলো এক ভিক্ষুক আয়তনের সাথে তিনি বলেন রেডিও কলোনি বাসষ্টান্ডে একটি প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য দিবে জেনে শুক্রবার সকাল থেকে অপেক্ষা করছিলেন ভিক্ষুকটি।

    ৩ এপ্রিল শুক্রবার সকালে সাভার পৌর রেডিও কলোনি এলাকায় আল মুসলিম গ্রুপ নামের একটি কারখানার কর্তৃপক্ষ নামের তালিকা অনুযায়ী স্থানীয় কিছু মানুষকে অনুদান দিলেও এই পথচারী ভিক্ষুক ১ থেকে ৩বার গিয়ে ত্রান না দিয়ে খালি হাতে ফেরত দিয়েছেন তাকে।
    এমন অসহায় মানুষগুলোর জন্য ত্রান বিতরণ করে সমাজের বিত্তবানরা কিন্তু করোনার আতঙ্কে সরকার লকডাউনের ৮ ম দিনেও মিলল না তার ত্রান।
    তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ফুলবাড়িয়া বসবাস করে এখন পৃথিবীতে তার কেউ নেই তিনি একা থাকেন বাসায়। তিনি চিনেন না সমাজের কোন বিত্তবান ও জনপ্রতিনিধিদের।
    সাংবাদিকের সাথে কথা বললে এসব গরীব অসহায় ভিক্ষুকের নিকট ত্রান সামগ্রী নিয়ে বিত্তবানদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান।
    তার এলাকা ঘুরে কোন বাড়িতে গিয়ে ভিক্ষা না পেয়ে আজ অসহায় হলে তাকে তেঁতুল ঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর নিকট অনুদান আনার জন্য অনুরোধ করেন।