Category: শিরোনাম

  • চট্টগ্রামে বিমান বিধ্বস্তে পাইলট আসিম জাওয়াদ নিহত, মানিকগঞ্জে কান্না থামছে না মায়ের

    চট্টগ্রামে বিমান বিধ্বস্তে পাইলট আসিম জাওয়াদ নিহত, মানিকগঞ্জে কান্না থামছে না মায়ের

     বিমান বিধ্বস্তে পাইলট আসিম জাওয়াদ নিহত, মানিকগঞ্জে কান্না থামছে না মায়ের।কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
    চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমানের এই পাইলট নিহত হয়।

    সত্যেরসংবাদডেক্স:
    একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ, কান্না থামছে না মায়ের চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন মা নিলুফা খানম।

    মানিকগঞ্জ শহরের নগর ভবন সড়কের গোল্ডেন প্লাজায় আসিম জাওয়াদের বাসা। সেখানে থাকেন চিকিৎসক বাবা আমান উল্লাহ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মা নিলুফা আক্তার খানম। আর স্ত্রী ও দুই সন্তান নিয়ে কর্মস্থল চট্টগ্রামে থাকতেন আসিম।
    দুপুরে আসিম জাওয়াদের বাসায় গিয়ে দেখা যায়, তার মা ছেলের কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন স্বজনরা। চোখে পানি ধরে রাখতে পারেননি তারাও।একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ, কান্না থামছে না মায়ের

    আসিম জাওয়াদের মা নিলুফা খানম আর্তনাদ করে বলছিলেন, ‘আমার ছেলে প্রতিদিন খোঁজ নেয় আমি খেয়েছি কি না, গোসল করেছি কি না। কই আজতো খোঁজ নিচ্ছে না? আজ কেন কথা বলছে না? আমি আমার ছেলের কাছে যাবো।

    কিছুক্ষণ চুপ থেকে আবার বিলাপ করে বলতে থাকেন, ‘আমার আসিমের কত স্বপ্ন। কত পুরস্কার পেয়েছে। সেতো কারও ক্ষতি করে নাই। তাহলে এই অবস্থা হলো কেন? আল্লাহ তুমি এমন করলা কেন?’

    আসিম জাওয়াদের মামা বাংলাদেশ বেতারের মানিকগঞ্জ প্রতিনিধি সুরুজ খান জানান, দুর্ঘটনার পর তাদের কাছে খবর আসার পর পরিবারের সবাই পাগলপ্রায়। কে কাকে সান্ত্বনা দেবেন, সবাই শোকাহত।

    তিনি জানান, আসিমের ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন ছিল। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর প্রশিক্ষণ শেষে বিমানবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ থেকে শুরু করে দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মেধাবী আসিম। পেশাগত জীবনে পেয়েছেন সোর্ড অব অনারসহ বিভিন্ন সম্মাননা। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে আসিমের। কিন্তু আরও বড় হওয়ার আশা অকাল প্রয়াণে ভঙ্গ হলো।

    একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ, কান্না থামছে না মায়ের

    ২০১১ সালে আসিম জাওয়াদ চাকরিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

    শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে আসা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, ‘আসিম জাওয়াদ সম্ভাবনাময় একটি ছেলে ছিল। তার মৃত্যুতে সবাই শোকাহত। এমন মেধাবী সন্তানকে হারিয়ে পরিবারসহ মানিকগঞ্জবাসীর অপূরণীয় ক্ষতি হলো।’

    কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
    চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমানের এই পাইলট নিহত হয়।

  • সাভারের রেডিওকলোনী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন

    সাভারের রেডিওকলোনী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন

    সাভার পৌর রেডিওকলোনীর ভাটপাড়া-নয়াবাড়ী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন,থানায়  অভিযোগ, অভিযোগ পাওয়ার পর রাত ১২ টায় ঘটনাস্থল ও কারখানা পরিদর্শন করে পুলিশ মালামাল জব্দ করেছে।

    নিজস্ব প্রতিবেদক,সাভার :
    সাভারে পৌর রেডিওকলোনী নয়াবাড়ী এলাকায় বৈধ ট্রেডমার্কের ১৭ টি মোড়ক নকল করে অবৈধ কারখানা চলে আসছিল দিনের পর দিন বছরের পর বছর। স্থানীয় প্রভাবশালী নাম ভাঙ্গিয়ে এই অবৈধ কারখানা চলে আসছিল। এলাকাবাসী মাঝে মাঝে প্রতিবাদ করে আসছিল এবং গত দের দুমাস আগে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সগযোগিতা চাইলে অবৈধ কারখানা ও অবৈধ পন্য সামগ্রী বন্ধে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
    পরিবহনে জব্দকৃত পন্যগুলো আটক এর জন্য ৯৯৯ ফোন দিলে দ্রুত সাভার মডেল থানার এসআই রুবেল উপস্থিত হয়। পুলিশের উপস্থিতে উভয় পক্ষের হাতাহাতি হয় মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ উঠেছে। কিন্তু ঐ পন্যগুলো ঐসময় আটক করতে পারেনি পুলিশ।
    নামবিহীন সেই কারখানার খাদ্য ও পন্য সামগ্রী এলাকাবাসী শনিবার সন্ধ্যায় আটক করার পর হামলা চালায় কারখানার পালিত লোকজন এতে করে গুরুতর ২ জন দাবী শামছুন্নাহারের। এসময়
    আহত হয়েছেন শামচ্ছুন্নাহার ও তার বোন রোজি। তারা দুজন আহত হলে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
    তারা আহত অবস্থ্যায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শাজানসহ প্রধান আসামী করে কয়েক জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে শামচ্ছুন্নাহার।

    লিখিত অভিযোগ পাওয়ার পর রাত ১২ টায় ঘটনাস্থলে পরিদর্শন ও কারখানা পরিদর্শন করে পুলিশ। প্রাথমিকভাবে নকলপন্য সামগ্রীসহ অবৈধ পন্য বাজারজাত করা কয়েক প্রকার সেক্সুয়ালি জিংক সিং মিলে তাদের গোডাউনে। ট্রেডমার্ক সম্বলিত এসএমসির ওরস্যালাইন,ইন্ডিয়ান গুরুদেব এর মত আগরবাতি,বিদ্যুত নিমের কালো মাজন,হাকিমপুরী জর্দ্দা,ঈগল গোল। জব্দ করে পুলিশ।

    সামচ্ছুনাহারের ছোট বোন রোজির স্বামী সুমন ওরফে শ্যামল মিয়া বেলা ১১ টার সময় সোহেল এর বাড়ির সামনে রাস্তা দিয়ে যাতাযাত করার সময় হুমকি দামকি দেয় বলে প্রতিবেদককে জানায়। সামচ্ছুনাহার জানায় জীবননাশের শঙ্কিত তার পরিবার তাই তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা চায়। তারা চায় অবৈধ ভাবে গড়ে উঠা কারখানার সকল পন্য নকল তাদের কারখানায় তৈরি করা হয়ে থাকে এ কারখানা ও অবৈধভাবে নকল পন্য বাজারজাত করার ফলে তারা এবার প্রতিকার চায়, এসব নকল পন্য শাজাহান নামে ঐ ব্যক্তি করে থাকে তিনি এখন বহুটাকার মালিক হয়েছে এমনটি অভিযোগ উঠে এসেছে তার কন্ঠে।

    অপরদিকে কারখানার মালিক শাজাহান এর নিকট জানতে চাইলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, রোজির পরিবার আমার ব্যবসার সাথে জরিত ছিল। শক্রবার (৩) এপ্রিল কে বা কারা পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তাদের নিকট থেকে ৫০/৬০ হাজার টাকা নেয়।তার জন্য তার বাড়ির সামনে রোজির পরিবারের কয়েকজন লাঠিসোডা এনে তাকে মারধর করে এবং তার স্ত্রী ৫ মাসের গর্ভবতী হলেও তার উপর হামলা চালিয়ে নিচে ফেলে পেটে পিঠে লাথি মারে এখন তিনি খুবই অসুস্থবোধ করছেন এমন অত্যাচারের সম্মূখীন হয়েছে তার পরিবার। অবৈধভাবে রোজির পরিবার ডারবি সিগারেট তৈরি করে বাজার জাত করে আসছিলো এবং তার বাড়ির পাশে দোকানদান এ ডারবি সিগারেট ও নকল বিদ্যুত নিমের কালো মাজন
    বিক্রি করে অতিরিক্ত লাভ করে আসছিলো। নকল পন্য ডারবি সিগারেট তৈরি করে বিভিন্ন চা স্টলে বিক্রি করে আসছিল, এসব প্রতিবাদ না করলেও শাজাহানের পন্যপরিবহন আটক করে তারা পুলিশকে বলে দিয়ে পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ৫০ হাজার টাকার জরিমানা করেছে।জরিমানার সেই টাকা ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করে শাজানানের পরিবারকে। কিছু দিন আগে এলাকার মুরুব্বিদের নিয়ে শালিসি বৈঠক করলে ৭০ হাজার টাকা চাপ প্রয়োগ করে দন্ডিত হয় বলে দাবি কারখানার মালিক শাজাহানের।

    আহত সোহেল বলেন আমাকে ও আমার স্ত্রীকে আমার স্ত্রীকে বেদম মারধর করে শামছুন্নাহারের পরিবারের লোকজন।
    আহত সোহেল বলেন আমাকে ও আমার স্ত্রীকে আমার স্ত্রীকে বেদম মারধর করে শামছুন্নাহারের পরিবারের লোকজন।

    এবিষয়ে সোহেলের স্ত্রী প্রতিবেদককে জানায় আটককৃত পরিবহনের সামনে গিয়ে তার স্বামীকে মারধরর করছে থামাতে গেলে হান্নান,শ্যামল এর পরিবারের লোকজন পুলিশের সামনেই শুয়ে ফলে তাকেও মারধর করে পেটে লাথি মারে তিনিসহ স্বামী গুরুত্বর আহত হোন ।
    এসময় শাজাহানের পরিবার ও সোহেলের পরিবারের ৪ জনকে আহত করে তারাও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কারখানার মালিক শাজাহান ও তার স্ত্রী জানায় সোহেল আমাদের ব্যবসার সাথে কোনভাবে জরিত নয়, তিনি বলেন তাদের পক্ষে কথা বলতে গিয়ে সোহেল ও তার স্ত্রীকে মারধর করে।

    এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তিনি বলেন উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন অবৈধভাবে পন্য সামগ্রিক বাজারজাত করা দন্ডনীয় অপরাধ হবে আমরা কর্তৃপক্ষদের জানিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

     

  • সাভারে ছাত্রলীগ সাবেক নেতার ছুরিকাঘাতে প্রাণ শঙ্কায় বাবা ও তার স্ত্রী

    সাভারে ছাত্রলীগ সাবেক নেতার ছুরিকাঘাতে প্রাণ শঙ্কায় বাবা ও তার স্ত্রী

    সাভারে ছাত্রলীগ সাবেক নেতার ছুরিকাঘাতে প্রাণ শঙ্কায় বাবা ও তার স্ত্রী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে সাভার উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লালটেক এলাকায় এ ঘটনা ঘটে।

    সত্যেরসংবাদ ডেক্স :

    ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে স্ত্রী ও বাবাকে বেধড়ক লাঠিপেটা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রলীগ নেতার বাবা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ব্যাপারী ও তার স্ত্রী স্বর্ণা আক্তারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে সাভার উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লালটেক এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সানোয়ার হোসেন হাফেজ(২৬)। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আহত সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ব্যাপারীর একমাত্র ছেলে।

    নাম প্রকাশে অনিচ্ছুক আহত আব্দুর রহমানের এক নিকট আত্মীয় ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, সানোয়ার হোসেন হাফেজ বন্ধুদের সঙ্গে প্রায় প্রতি রাতে মাদক সেবন করে বাসায় এসে স্ত্রী স্বর্ণা আক্তারের সঙ্গে ঝগড়া বাধায়। প্রতিদিনের মতো বুধবার গভীর রাতে বাসায় ফিরে স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করে সানোয়ার হোসেন। এর প্রতিবাদ করলে স্ত্রীকে বেধড়ক মারধর করেন তিনি। মারধর ঠেকাতে এগিয়ে আসলে স্ত্রী স্বর্ণা আক্তার ও বাবা আব্দুর রহমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায় সানোয়ার হোসেন হাফেজ। এতে গুরুতর আহত হয় স্ত্রী স্বর্ণা আক্তার ও বাবা আব্দুর রহমান ব্যাপারী। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

    স্থানীয়রা জানান, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন হাফেজ শুধু মাদক সেবন নয় বরং এলাকার উঠতি বয়সী যুবকদের দিয়ে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত।

    এ বিষয়ে অভিযুক্ত সানোয়ার হোসেন হাফেজের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, এটা আমার একান্ত পারিবারিক বিষয়। রাগের মাথায় স্ত্রী ও বাবা ছুরিকাঘাতে আহত হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আমি নিজেও তাদের হাসপাতালে ভর্তি করেছি। ছুরিকাঘাতের কারন ও বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে হত্যার হুমকি দিয়ে কলের সংযোগটি কেটে দেন।

    এদিকে সন্তানের ছুরিকাঘাতে বাবা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুর রহমানের স্বজন, শশুর বাড়ির লোকজন ও এলাকাবাসী। অভিযুক্ত সানোয়ার হোসেন হাফেজকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

    বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাটি আমরা শুনেছি, তবে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। খোঁজখবর নেওয়া হচ্ছে, অভিযোগের ভিত্তিতে সিনিয়র অফিসারের পরামর্শক্রমে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • শিল্পী সমিতির নির্বাচনে বিজয়েরবেশী হাসি হাসলেন যারা

    শিল্পী সমিতির নির্বাচনে বিজয়েরবেশী হাসি হাসলেন যারা

    • সত্যেরসংবাদ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন শেষ হয়েছে। এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর। তিনি পেয়েছেন ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

      আজ শনিবার থেকে তিনদিনের জন্য হিট এলার্ট জারি।
      আজ শনিবার থেকে তিনদিনের জন্য হিট এলার্ট জারি।

    সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল (২২৫)। ১৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯)। শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

    সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহসাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ কমল (২৩১)।

    কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত।

    বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব।

    এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

  • সাভারে বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় তিন’শ প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    সাভারে বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় তিন’শ প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    সাভারে বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় তিন’শ প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলবে।

    শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার :
    সাভারের বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে সাভার পৌর সিআরপি এলাকায় একটি মাঠে প্রতিবন্ধী অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
    সোমবার (১১)মার্চ বিকেলে প্রায় ৩০০ শ’ পরিবারকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
    ইফতার সামগ্রী বিতরণী সময় উপস্থিত ছিলেন , ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের নেত্রী, একুশে গ্রেনেড হামলার আহত এবং বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাহবুবা পারভীন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ও সংস্থার উপদেষ্টা সাইদুল ইসলাম ও সংগঠনটির চেয়ারম্যান তুষার ঘোষ।

    এসময় বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার সহকারী পরিচালক
    নাজিয়াত আরা নাভা,
    সহ সাংগঠনিক সম্পাদক
    আরিফা আক্তার আশা নির্বাহী পরিচালক হেড অব এ্যাডমিন তরুণ চাকমাসহ সাভার পৌর বিভিন্ন এলাকার  সভানেত্রীগন উপস্থিত ছিলেন।

    বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাহবুবা পারভীন বলেন সংস্থাটির উদ্যোগে রোজার শুরুর দিন প্রায় তিন’শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে। সংস্থাটি উদ্যোগে অসহায় প্রতিবন্ধী গরীব পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলবে। তিনি এ সংস্থাটির জন্য কাজ করে এগিয়ে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

  • সাভার পৌর মেয়র এর ড্রাইভারের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা ,থানায় অভিযোগ

    সাভার পৌর মেয়র এর ড্রাইভারের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা ,থানায় অভিযোগ

    সাভার পৌর মেয়র এর ড্রাইভারের সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি ও মেসেঞ্জার হ্যাক করে প্রতারণা ,থানায় অভিযোগ। নিকটের এবং দূরের কোন ব্যক্তিকে বিকাশ ছাড়াও কোন মাধ্যমে টাকা পয়সা না পাঠানোর জন্য অনুরোধ করেছেন।

     

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার থেকে:
    সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনির ড্রাইভার মোঃ ফারুক হোসেন এর ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার হ্যাক হওয়ায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    ফারুক হোসেন জানান,
    ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার হ্যাক হলে বিভিন্ন অজুহাত দেখিয়ে হ্যাকার প্রতারক চক্র
    টাকা হাতিয়ে নেয়ার খবর পায়। এমন ঘটনায় তার নিকট টাকা চাওয়ার অভিযোগ আসলে, কাছের এবং দূরের কোন ব্যক্তিকে বিকাশ ছাড়াও কোন মাধ্যমে টাকা পয়সা না পাঠানোর জন্য অনুরোধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি হ্যাক ও মেসেঞ্জার হ্যাক হওয়ায় তিনি ও তার পরিবার চিন্তিত হয়ে পরলে স্থানীয় পুলিশের সহযোগিতা চেয়ে তার ভাগ্নে সূজন
    ফারুক হোসেনের পক্ষে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
    সূজন হোসেন জানান আমি মামা ফারুক হোসেনের পক্ষে শনিবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ করে আসছি,প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

    ২৪.০২.২৪ ইং।

  • বিশ্ব আশেকে রাসুল (সা:)এর সম্মেলন এক দিনব্যাপী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে

    বিশ্ব আশেকে রাসুল (সা:)এর সম্মেলন এক দিনব্যাপী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে

    ময়মসিংহে দেওয়ানবাগী দরবার শরীফে সূফি সম্রাটের ৭৪ তম জন্মদিনে স্বরনে বিশ্ব আশেকে রাসুল (সা:)এর সম্মেলন এক দিনব্যাপী আজ শুক্রবার  অনুষ্ঠিত হতে যাচ্ছে।

     

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক:আজ ২৩ ফেব্রয়ারি ২০২৪ সূফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবা -এ- খোদা দেওয়ানবাগী (রহ্) এর ৭৪ তম জন্মদিন স্বরনে বিশ্ব আশেকে রাসুল (সা:)এর সম্মেলন অনুষ্ঠিত হবে।

    সাভার থেকে বিশ্ব আশেকান এ আর মো:আলামীন জানিয়েছেন,
    আল্লাহপাক ও রাসুল এবং অলীর সান্নিধ্যে লাভের আশায় এ বিশ্ব আশেকান রাসুল (সা:)এর সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে প্রতিবছর,লাখো লাখো ধর্মপ্রান আশেকানরা উপস্থিত হয় । এ বছর ২৩ ফেব্রুয়ারী সকাল ৭ থেকে বাদ জুম্মা আখেরি মনোজাতের মধ্য শেষ হবে । দেশের বিভিন্ন জেলা উপজেলা,থানা প্রান্ত ও বিদেশ থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসলিম ও আসেকানরা উপস্থিত হয়ে বয়ান অংশগ্রহন করে আখেরি মনোজাতে অংশ নিবেন। বাদ জুম্মা আখেরি মনোজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ময়মনসিংহে এর ত্রিশাল গোপালপুরের কাশীগঞ্জ এলাকায় বাবেবরকত দেওয়ানবাগী দরবার শরীফে এর আয়োজন করা হয়েছে।

    ” আমিত্বকে বিসর্জন দিতে গোলামীর বিকল্প নাই ” তার সাথে আল্লাহ ও রাসুলকে কিভাবে পেতে পারি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে – মহা মূল্যবান বক্তব্য রাখবেন মোহাম্মাদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)হজুর।

    উক্ত জন্মদিন উপলক্ষে বার্ষিকী বিশ্ব আশেকান সম্মেলন  অনুষ্ঠানে দেশ ও বিদেশে হতে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান ও আশেকেগন অংশগ্রহণ করবেন।

    -সূফী সম্রাট হযরত শাহ্ দেওয়ানবাগী (রহঃ) হুজুর রেখে যাওয়া কথা,অপরের দোষ দেখতে যেও না। নিজের দোষ তালাশ করো তা সংশোধন করার চেষ্টা করো। তিনি আরো বলে গেছেন,”মুরীদের ঈমানের স্থান হলো আপন মোর্শেদের ক্বালব। মোর্শেদের প্রতি যার যত বিশ্বাস থাকবে, তার ঈমান ততো বেশী মজবুত হবে”।
    “দুনিয়ার যাবতীয় কাজ কর্মের মধ্যে সবচেয়ে সহজ ছিল আল্লাহকে পাওয়া। অথচ আল্লাহ্ সমন্ধে না জানার কারণে, আল্লাহ সম্বন্ধে পরিস্কার ধারনা না থাকার কারণে, সবচেয়ে কঠিন হয়েছে আল্লাহকে পাওয়া”।

    যে শিক্ষা মানুষের জীবনকে সুন্দর করে, স্রষ্টা ও তার সৃষ্টিকে উপলব্ধি করার ক্ষমতা দান করে,লোভ, মোহ, দোষ, হিংসা, ক্রোধ প্রভৃতি রিপুর প্রভাব- মুক্ত থেকে জীবন পরিচালিত করার শিক্ষা দেয় এবং যে শিক্ষা মানুষকে স্রষ্টার মাঝেই লীন হওয়ার শিক্ষা দেয় তাহাই আধ্যাত্নিক শিক্ষা।

    “আল্লাহ্‌ নিজেই বলে আমি মানুষের ভিতরে । কিন্তু এই কথাগুলোর সাথে সমাজের মানুষের কোন পরিচয় নাই । তিনি দেখা দেয়ার জন্য বসে আছেন, আমি চোখ বন্ধ করে থাকলে কি আর তিনি দেখা দেবেন ? সুতরাং চোখতো খুলতে হবে । অর্থাৎ হৃদয়ের চোখ জাগ্রত করতে হবে”।

    “আপনি যদি দুনিয়াতে থাকতেই আল্লাহ্ ও হযরত রাসূল (সাঃ)-এর পরিচয় লাভ করতে না পারেন, তবে ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হবে।
    সুতরাং – আপনারা মনোযোগ দিয়ে তরীকার আমল করবেন। কেউ গাফিলতি করবেন না”।

    “হযরত রাসূল (সঃ) যেভাবে চলার নির্দেশ দিয়েছেন, আমাদেরকে সেইভাবেই চলতে হবে, ব্যক্তি স্বার্থে নয়”।
    তিনি হাদীস শরীফে বর্ণিতর কথা বলে গেছেন তিনি-“আসসালাতু মি’রাজুল মু’মিনিন।” অর্থ-“নামাজ মুমিনদের জন্য মিরাজ।” হযরত রাসূল (সাঃ) যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, তখন নামাজের হুকুম নিয়ে এসেছিলেন। আমরা যদি ঠিক মতো নামাজ পড়ি, তবে এর ফজিলত, রহমত ও বরকত পাবো”।
    সালাত প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ এবং ধর্মের অন্যতম ইবাদাত”।
    “মিরাজ শব্দের অর্থ হল দিদার বা সাক্ষাৎ। হযরত রাসুল (সা.) মিরাজে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন এবং উম্মতে মোহাম্মাদির জন্য পুরষ্কার হিসেবে নামাজ নিয়ে আসেন। অতএব একজন মুমিন ব্যক্তি নামাজের মাধ্যমে দৈনিক পাঁচবার মিরাজ লাভ করতে পারে”।

     

  • সাভারে ভূমিদস্যু প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেদে সম্প্রদায়ের ভুক্তভোগীরা

    সাভারে ভূমিদস্যু প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেদে সম্প্রদায়ের ভুক্তভোগীরা

    সাভারে ভূমিদস্যু প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেদে সম্প্রদায়ের ভুক্তভোগীরা।সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময়
    বেদে সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক পরিবার অংশ নেন।

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার থেকে:
    সাভারের কোটি টাকার জমি প্রতারকের বিরুদ্ধে৷ আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেদে সম্প্রদায়ের ভুক্তভোগীরা জমি ক্রেতারা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময়
    বেদে সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক পরিবার অংশ নেন।

    সাভারের বেদে সম্প্রদায়ের কিছু মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে জাল দলিল তৈরির মাধ্যমে জমি বিক্রি করে ১ কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বাবুল হাওলাদার ওরফে ভূমিদস্যু টিবি বাবুলের বিরুদ্ধে।

    অভিযুক্ত বাবুল হাওলাদার ওরফে টিবি বাবুল প্রতারণার এই টাকা হাতিয়ে নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন।

    ভুক্তভোগীদের অভিযোগ, সাভারের ছায়াবীথি এলাকার কাতার প্রবাসী হাবিবুর রহমানের বাড়ির কেয়ারটেকার ছিলেন বাবুল হাওলাদার ওরফে টিবি বাবুল ও তার স্ত্রী। হাবিবুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর ৮ বছর আগে মৃত্যুবরণ করেন। প্রবাসী হাবিবুর রহমানের মৃত্যুর পর নাবালক সন্তান ও স্ত্রীকে না জানিয়েই সুযোগবুঝে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের অসাধু এক সিন্ডিকেটের সহায়তায় জাল দলিল তৈরি করে বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশতাধিক পরিবারের কাছে মালিকানা হস্তান্তর করেন ভূমিদস্যু টিবি বাবুল। সম্প্রতি মরহুম হাবিবুর রহমানের পরিবার দেশে ফিরে আসলে বাবুলের প্রতারণা ধরা পড়ে।

    আর গত কয়েকমাস যাবৎ দফায় দফায় টিবি বাবুলের এসব প্রতারণার বিষয়ে সুরাহা চেয়ে সাভার ও আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার মেলেনি প্রতারণার শিকার ভুক্তভোগীদের।

    জাল দলিল করে জমি বিক্রি করে বেদে সম্প্রদায়ের কয়েকটি  পরিবারে সহায়,সম্বল কেরে নিয়েছে বলে অভিযোগ উঠলে বাবুল হাওলাদার ওরফে ভূমিদস্যু টিবি বাবুলের বিরুদ্ধে। বিকেলে তার মোবাইলে সাক্ষাতকার গ্রহন করতে চাইলে মোবাইল রিসিভ করেনি। ভুক্তভোগিরা থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীরা জানান দ্রুত প্রশাসনের ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে ঐ ভূমিদস্যু বাবুলসহ তার সহযোগিদের বিরুদ্ধে কঠোর বিচার দাবী করেছেন।

  • বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে এসে শতাধিক হকারদের সাথে জেলে গেল নূর

    বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে এসে শতাধিক হকারদের সাথে জেলে গেল নূর

    বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে এসে শতাধিক হকারদের সাথে জেলে গেল নূর

    সত্যেরসংবাদডেক্স;
    ১পর্বে বিশ্ব ইজতেমায় শুক্রবার
    জুম্মার নামাজ পড়তে আসেন আলেয়া এমব্রয়ডারির উৎপাদন বিভাগের ম্যানুয়াল অপারেটর নূর মোহাম্মদ। নামাজ শেষে ফেরার পথে পুলিশ তাকে আটক করে। গতকাল সড়কে ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় নূর মোহাম্মদকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয় বলে দাবি তার সহকর্মীদের।

    নূর মোহাম্মদের সহকর্মী আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে জানান, গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়তে আসেন নূর মোহাম্মদ। দুপুরে বাসায় ফেরার পথে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে বেশ কিছু হকারের সাথে তাকেও ধরে নিয়ে যায় পুলিশ। সংবাদটি শোনার পর আমরা কয়েকজন সহকর্মী মিলে উত্তরা পশ্চিম থানায় যাই। অনেক ঘোরাঘুরির পর তার সঙ্গে দেখা করতে পারি। এ সময় নূর লজ্জায় আমাদের সামনে কাঁদতে থাকে। মধ্যরাত পর্যন্ত থানার সামনে অপেক্ষায় থাকি। অনেক জায়গায় ফোন দিয়ে বিষয়টি জানাই। তার অফিসের আইডি কার্ড থানায় দেখানোর পরেও তাকে ছাড়েনি পুলিশ। আজ সকালে জানতে পারি তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    শুক্রবার জুম্মার নামাজের পর থেকে এই অভিযানের নেতৃত্ব দেয় উত্তরা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিন। গতকালের ওই অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান তিনি।

    এডিসি বলেন, যারা জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ও গণ উপদ্রব সৃষ্টি করছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। কে হকার কে হকার না এটা আমাদের দেখার বিষয় না। কী ধরনের বিঘ্ন সৃষ্টি তৈরি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাই আমি আপনাকে যথেষ্ট পরিমাণে তথ্য দিয়েছি, এখন বেশি কথা বলার সময় আমার হাতে নাই।

    এ ধরনের অভিযান অনেকে স্বাগত জানিয়েছে অনেক মুসুল্লিরা।
    এর পূর্বে সাভারের মহাসড়কে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলা ফুটপাতো হকার উছেদ হওয়ায় সাভারের সুনাগরিকগন খুশি হয়েছে যা ইজতেমার ময়দানে এটি দ্বিতীয় হকার উচ্ছেদ অভিযান, হকার উচ্ছেদ।

  • সাভারে ব্যাংকলোনি ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

    সাভারে ব্যাংকলোনি ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

    সাভারে ব্যাংকলোনি ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠিত।এসময় উপস্থিত ছিলেন ব্যাংকলোনি ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আমিনুর রহমান,কো-অর্ডিনোট রুবিউল ইসলাম ও ব্যাংকলোনী ক্যাম্পাসের আনন্দপুর ল্যাবরেটরি কলেজ’এর প্রিন্সিপাল মো: খালিদ হোসেন উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন।

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার:
    সাভার পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে ব্যাংকলোনি ল্যাবরেটরি স্কুলে ২০২৪ বার্ষিকী ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
    বৃহস্পতিবার সাভার পৌর ব্যাংক কলোনি ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকলোনি ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আমিনুর রহমান,কো-অর্ডিনোট রুবিউল ইসলাম ও ব্যাংকলোনী ক্যাম্পাসের আনন্দপুর ল্যাবরেটরি কলেজ’এর প্রিন্সিপাল মো: খালিদ হোসেন উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন।
    এসময় ব্যাংককলোনী ল্যাবরেটরি স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জারিন রিয়েল এ্যাস্টেট এন্ড ডেভলপারের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্য এপোজি ড্রিম হাউজিং এর ডিরেক্টর মো: জুলফিকার আনসারি,মো: আলীনুর রহমান শাওন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সত্বাধীকার শাওন ইলেক্ট্রিক)
    যেমন খুশি তেমন সাজো ও অভিভাবক মহিলাদের বালিশ খেলা এবং হাড়ি ভাঙ্গাসহ ৫১ টি বিজয়ী প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী করা হয়।