Category: সংগঠন সংবাদ

  • সাভারে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ “সরপ” এর খাদ্য বিতরন

    সাভারে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ “সরপ” এর খাদ্য বিতরন

    সাভারে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ “সরপ” এর খাদ্য বিতরন

    নিজস্ব প্রতিবেদকঃ

    করোনা ভাইরাস সংক্রমনের এই সংকটকালীন সময়ে নিম্ম আয়ের মানুষে রিকশা ভ্যান চালক ভাসমান দরিদ্র অসহায় মানুষের মাঝে সোমবার (২০ এপ্রিল) ঢাকা জেলার সাভার’এ তৈরী খাদ্য বিতরণ করে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (“সরপ”)।
    সোমবার দুপুর ১২ ঘটিকায় সাভার থানা বাসস্ট্যান্ড হইতে রিকশা,ভ্যান চালক,ভাসমান দরিদ্র অসহায় মানুষদের মধ্যে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করে মনসুর মার্কেট, রাজ্জাক প্লাজা, সিটি সেন্টার,সাভার নিউ মার্কেট হয়ে সাভার বাজার বাসষ্ট্যান্ড শুভেচ্ছা হোটেলের সামনে এসে খাদ্য বিতরন কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।

    সরপ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন আমাদের এই কর্মসূচি সারাদেশে চলমান থাকবে।
    সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব লায়ন এম. আর. হাওলাদার, জনাব শাহীন খন্দকার, জনাব হাজী আব্দুল হান্নান,জনাব জাকির হোসেন, জনাব সাইদুর ইসলাম (বাবু), জনাব মোঃনাইম পাঠান (রুবেল),জনাব মোঃ ইমরান হোসেন, জনাব মোঃ জসীম উদদীন(রাব্বি), জনাব মোঃ খালিদ রাব্বি, জনাব মোঃ ফিরোজ,জনাব মোঃ আরিফ, জনাব মোঃ নয়ন প্রমুখদের উপস্থিতিতে খাদ্য বিতরন কর্মসূচি সম্পন্ন করা হয়। সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) নেতৃবৃন্দ বলেন
    সরপ” একটি অরাজনৈতিক সংগঠন।
    হাটি- হাটি,পা-পা করে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) আজ লক্ষ সদস্য নিয়ে হাটা শুরু করেছে, অল্প সময়ের মধ্যেই সরপ দেশের সকল সচেতন নাগরিকদের নিয়ে এক হয়ে কাজ করবে বলে আসা প্রকাশ করেন। তারা আরও বলেন সরপ এর লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে মা-মাটি-মানুষ এই মিলে দেশ, এই প্রেমে মানুষকে উদ্বুদ্ধ করা। আমাদের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা যা আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করবো। ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবি হউক।

  • মানুষের পাশে দাড়ানো লক্ষে সেচ্ছাসেবী সংগঠনের অফিসে হিজরা সম্প্রাদায়ে সদস্যদের সেচ্ছায় শ্রম

    মানুষের পাশে দাড়ানো লক্ষে সেচ্ছাসেবী সংগঠনের অফিসে হিজরা সম্প্রাদায়ে সদস্যদের সেচ্ছায় শ্রম

    মানুষের পাশে দাড়ানো লক্ষে সেচ্ছাসেবী সংগঠনের অফিসে হিজরা সম্প্রাদায়ে সদস্যদের সেচ্ছায় শ্রম

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠনের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও মোকাবেলায় অফিসে তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায় সাথে অসহায়,দুস্থ্য,গরীব,মধ্যবিত্ত করোনা ভাইরার রোধে গনসচেতন বৃদ্ধি ও মোকাবেলার জন্য মানুষের পাশে দাড়ানো লক্ষে কার্যক্রম চলছে। মঙ্গলবার সারাদিন কাজ শেষে সন্তোষ প্রকাশ করে তারা এ সংগঠনের সাথে কয়েকজন হিজরা সম্প্রাদায়ের  সদস্য কাজ করতে একমত পোষন করছেন।

    সাভার রেডিওকলোনি সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সচিব ও সাভার প্রেসমিডিয়া কল্যান সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ বলেন হিজরা সম্প্রাদায়ের কয়েক সদস্য ও তারা সংগঠনে থেকে সেচ্ছায় শ্রম দিবে জেনে তাদেরকে অভিনন্দন জানান। তারা এ পৃথিবীতে একেকজন মানুষ তাই কারো পিছনে রেখে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

  • করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষের খাবার বিতরণ করেছে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ ‘সরপ’

    করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষের খাবার বিতরণ করেছে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ ‘সরপ’

    করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষের খাবার বিতরণ করেছে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ ‘সরপ’

    নিজস্ব প্রতিবেদকঃ

    সারা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণের পার্দৃভাবে এবং লকডাউন পরিস্থিতিতে ঢাকা মহানগরীর অসহায়, দুস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ)।

    সোমবার (১৩এপ্রিল) দুপুরে এসব খাবার অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সরপ।

    আজ থেকে খাবার বিতরণ চলতে থাকবে বলে সরপ মুখপাত্র এডভোকেট ফারহানা জাহান নিপা বলেন, সরপ এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে।এসব রান্না করা খাবার বাস টার্মিনাল, রেল স্টেশন এবং রাস্তা-ঘাটে থাকা অসহায় মানুষের মাঝে সরপ এর উদ্যোগে রান্না করা খাবার পৌঁছে দেয়া হবে।

    চালহীন চুলোহীন এই ভাসমান মানুষ গুলো মুখে এক মুঠো খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই হচ্ছে সরপ এর মূল লক্ষ বলে জানিয়েছেন এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা।

    করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এই ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরপ সবসময় অসহায় মানুষ এর কাছে থাকবে এবং আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মকাণ্ড চলমান থাকবে।

  • শ্রীপুরে কমর্হীন ১২’শত পরিবারের মধ্যে এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি’র খাদ্য সামগ্রী বিতরণ

    শ্রীপুরে কমর্হীন ১২’শত পরিবারের মধ্যে এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি’র খাদ্য সামগ্রী বিতরণ

    শ্রীপুরে কমর্হীন ১২’শত পরিবারের মধ্যে এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি’র খাদ্য সামগ্রী বিতরণ

    মোহাম্মদ আদনান মামুন, (শ্রীপুর, গাজীপুর)
    গাজীপুরের শ্রীপুর উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা ১২ শতাধিক পরিবারের মধ্যে সামাজিক দুরত্যবজায়ে রেখে খাদ্য সহায়তা দিয়েছেন শ্রীপুরে সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট রহমত আলীর কন্যা সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি।

    বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এসব খাদ্য সামগ্রী ভ্যান গাড়ি দিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে ।

    শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু জানান, জাতীয় সংসদের গাজীপুর-৩১৪ আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি শ্রীপুর পৌরসভার ভিবিন্ন ওয়ার্ডে ১২’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এ সময় শ্রীপুর রহমত আলী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসানউল্লাহসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির নির্দেশে পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যেমে কর্মহীন পরিবারের তালিকা করা হয়। পরে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর ওই ১২’শত পরিবারের মধ্যে প্রত্যেককে পাঁচ কেজি চাউল, দুই কেজি আলু, এক লিটার ভোজ্য তৈল, এক কেজি ডাল ও আধা কেজি লবণ বিতরণ করা হয়।

  • করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা

    করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা

    করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা

    নিজস্ব প্রতিবেদকঃ
    করোনা ভাইরাস প্রতিরোরোধে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে গত কয়েকদিন ধরে কাজ করে আসছে যুব সম্প্রদায়ের সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি’র আহবায়ক ও সাংবাদিক শেখ একে আজাদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাভার রেডিও কলোনি সেচ্ছাসেবী সংগঠনটির আত্বপ্রকাশ করা হয়েছে।করোনা শেষ না হওয়া পর্যন্ত চলবে সেচ্ছাসেবী সংগঠনের কাজ।

    বুধবার (৮) এপ্রিল রাত আটটার সময় করোনা ভাইরাস প্রতিরোরোধে সাভার রেডিও কেলোনি সেচ্ছাসেবী সংগঠন পরিদর্শন করলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃআব্দুল্লাহ আল মাহ্ফুজ। এসময় তার সাথে পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    তিনি বলেন, এ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশ এমন সময় সাংবাদিকতার পাশাপাশি  মহতি উদ্যোগ গ্রহন করায় সাংবাদিকসহ সেচ্ছাসেবী সংগঠনে যারা জরিত সকলকে অভিনন্দন জানান এবং অফিসের কার্যক্রমের লক্ষে তিনি সন্তোস প্রকাশ করেন। তিনি সংগঠনের সকলকে সচেতন হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

    সংগঠনটি এলাকাবাসীকে সরকারের নির্দেশ পালনে যথাযথ মেনে চলা,সচেতন মূলক হিসেবে সকলের হাতে ও পায়ে জীবানুনাশক স্প্রে করা, গনসমাগম নিষেধ করা,কারো সংস্পর্শ থেকে ৪০ ইন্চি সামাজিক দূরত্ব বজায় রেখে পথ চলা,দোকান-পাট সরকারী নির্দেশ অনুযায়ী খুলা ও বন্ধ করা,করোনার সচেতনমূলক গাড়ী ও মাইক ব্যবহার করে এলাকায় বহুগুনে সচেতন বৃদ্ধি করা,প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসা,সকলকে ঘরে থাকার উদ্বুদ্ধ করা। লকডাউন কেউ মেনে না চললে প্রশাসনিক সহযোগিতায় অভিযুক্তদের ব্যবস্থা গ্রহন করা।

    করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় এলাকার গরীব,অসহায় দুস্থ, মধ্যবিত্তি শ্রেনিদের সাহায্যর্থে মানবতার লক্ষে ক্ষুদ্র প্রচেষ্টায় সমাজের সচেতন মানুষসহ বিত্তবান ব্যক্তি ও সরকারের ত্রান তহবিল থেকে সহায়তা নিয়ে তাদের নিকট পৌছে দেয়া নানা কার্যক্রম চালাবে সংগঠনটি ।
    করোনা ভাইরাস ক্রান্তিলগ্নে সেচ্ছাসেবী সংগঠনটি সরকারের পাশে থেকে সাংবাদিকসহ প্রায় ৫১ জনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাবে।

    সকল সদস্যরা সেচ্ছায় শ্রম দিবে ক্ষুদ্র প্রয়াসে শুধু সমাজের কল্যানে তথা রাষ্ট্রের ক্রান্তি লগ্নে ক্ষুদ্র প্রচেষ্টায় অংশীদার হওয়া প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ ।

    করোনা ভাইরাস প্রতিরোধে সাভার রেডিও কলোনি সেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি সুমন, সদস্য সচিব শেখ এ কে আজাদসহ সেচ্ছাসেবী অন্যন্য সদস্যগন উপস্থিত ছিলেন।

    এদিকে সরকারের নির্দেশনা মেনে ব্যবসায়ীরা  যথাযথ নিয়ম পালন ও অযথা এলাকায় কেউ ঘোরাঘুরি  করছে কিনা নির্বাহী হাকিম মোঃআব্দুল্লাহ আল মাহ্ফুজকে এলাকা পরিদর্শন কালে সহযোগিতা করেন। তিনি বিভিন্ন দোকানীকে সতর্ক করে দিয়ে সরকারী প্রশাসনের সময় অনুযায়ী খোলা রাখতে  নির্দেশ দেন। এসময় এলাকায় বিভিন্ন ফার্মেসীতে সামাজিক দূরত্ব না মানায় ফার্মেসী মালিকদের আর্থিক জরিমানা করেছেন।

  • নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়ালেন ফজলুল হক ফরাজি

    নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়ালেন ফজলুল হক ফরাজি

    নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়ালেন ফজলুল হক ফরাজি

    মোহাম্মদ আদনান মামুন,শ্রীপুর থেকেঃ

    করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। চলছে অঘোষিত লকডাউন। লকডাউনের ফলে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা কোনোমতে দিনযাপন করছেন তারা।

    তবে তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ এলাকার বৃত্তবানরা।

    (৪ এপ্রিল শনিবার) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ২১টি গ্রামের পাঁচ শতাধিক রিকশা চালক, দিনমজুরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মাসুদ ফিট মিলের চেয়ারম্যান মো. ফজলুল হক ফরাজি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী।

    মাসুদ ফিট মিলের চেয়ারম্যান মো. ফজলুল হক ফরাজি বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের ন্যায়, বাংলাদেশও এর প্রভাব পড়েছে। এতে করে দেশে চলছে অঘোষিত লকডাউন। এই অঘোষিত লকডাউনের ফলে বন্ধ রয়েছে গণপরিবহনও। যার ফলে নিন্ম আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। আর এই সঙ্কটে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ শতাধিক নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের কষ্ট লাগবে।

    তিনি আরোও জানান, দেশের সার্বিক পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে এই ধারাবাহিকতা চলমান থাকবে।

    খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আয়ুব হাসান ভূইয়া, মাসুদ ফিট মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ ফরাজি প্রমূখ।

  • নিম্ম আয়ের মানুষের মধ্যে শ্রীপুরে খাদ্য বিতর করলেন ইসমাইল হোসেন

    নিম্ম আয়ের মানুষের মধ্যে শ্রীপুরে খাদ্য বিতর করলেন ইসমাইল হোসেন

    নিম্ম আয়ের মানুষের মধ্যে শ্রীপুরে খাদ্য বিতর করলেন ইসমাইল হোসেন

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কোনোমতে দিনযাপন করছেন তারা।
    তবে তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ এলাকার বৃত্তবানরা

    (২ এপ্রিল বৃহস্পতিবার) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে চার শতাধিক নিম্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজ সেবক ইসমাইল হোসেন।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলু।

    সমাজ সেবক ইসমাইল হোসেন বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের ফলে সারাদেশের মত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাতেও চলছে অঘোষিত লকডাউন। আর এই লকডাউনের ফলে নিম্ম আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। এই সঙ্কট সমাধানে আমার নিজস্ তহবিল থেকে তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। পরবর্তীতে দেশের পরিস্থিতি বুঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।

  • স্বল্প আয়ের মানুষের ঘরে শ্রীপুরে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ছাত্রলীগ নেতা

    স্বল্প আয়ের মানুষের ঘরে শ্রীপুরে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ছাত্রলীগ নেতা

    স্বল্প আয়ের মানুষের ঘরে শ্রীপুরে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ছাত্রলীগ নেতা

    মোহাম্মদ আদনান মামুন,শ্রীপুর থেকেঃ
    মরণঘাতী করোনার প্রভাবে ঘর বন্দী নিম্ম আয়ের মানুষ। আর এসব ঘর বন্দী নিম্ম আয়ের মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

    (২ এপ্রিল বৃহস্পতিবার) সকাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে দুই শতাধিক রিকশাচালক, দিনমজুরের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

    গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, করোন সংক্রমণ রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর লকডাউনের ফলে খাদ্য সঙ্কটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আর তাদের কষ্ট লাগবে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তিনি আরোও জানান, খাদ্য সামগ্রী পৌঁছে দিতে জেলা ছাত্রলীগের একাধিক সদস্য এসময় সহযোগিতা করেন।

  • শ্রীপুরে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ালেন “দৈনিক অধিকার বন্ধুমঞ্চ” বরমী ইউনিয়ন শাখা

    শ্রীপুরে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ালেন “দৈনিক অধিকার বন্ধুমঞ্চ” বরমী ইউনিয়ন শাখা

    শ্রীপুরে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ালেন “দৈনিক অধিকার বন্ধুমঞ্চ” বরমী ইউনিয়ন শাখা

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ গাজীপুরের শ্রীপুরে চলমান করোনা ভাইরাস ( কোবিড-১৯) মোকাবিলায় শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ালেন দৈনিক অধিকার বন্ধু মঞ্চের সকল সদস্যরা।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১০ টা হতে সামাজিক দূরত্ব বজায় রেখে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে শ্রমজীবী ও স্বল্প আয়ের ৭০ টি পরিবারের মানুষের মাঝে প্রতি পরিবারকে তিন কেজি চাল, দুই কেজি আলু , এক প্যাকেট লবণ ,আধা কেজি ডাল এবং একটি সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন বন্ধু মঞ্চের সদস্যরা।

    এসময় উপস্থিত সদস্যরা ছিলেন বন্ধু মঞ্চের আশরাফ মোল্লা, ডাঃবাবেল আহমেদ, মাহবুব আলম সজিব, সোহাগ মোড়ল, রাজু শেখ, আজহারুল ইসলাম সরকার, নকিব হাইদার, রেজাউল করিম অমিত, বশির আহাম্মেদ, আব্দুর রশিদ, রিপন মিয়া, বাচ্চু মিয়া, শুভ, জাহাঙ্গীর এবং সজীব সহ সকল সদস্য।

    বন্ধু মঞ্চের সদস্যরা জানান, স্বল্প ও শ্রমজীবি মানুষের পাশে দাড়াতে পেরে নিজেদের খুব ভালো লাগছে। সমাজের বিত্ত্ববানরা যদি এসকল মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের কষ্ট অনেকটা কমে যাবে।

    কয়েকজন ভূক্তভূগী বলেন,করোনা ভাইরাসের কারণে আমরা গৃহ বন্দিদশায় আছি। বাসা থেকে বের হতে পারছি না । তাই খাবার সংগ্রহ করা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে । আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুন ।

    হতাশায় দিনাতিপাত করা নিন্ম আয়ের এই মানুষ গুলো আরো জানান, আর কতদিন এভাবে থাকতে হয় তা জানিনা । যারা আমাদের সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করে নেন ।

  • শ্রীপুর প্লাটফর্মে ভাসমান ভিক্ষুক ও অসহায়দের SRT এর খাবার বিতরণ

    শ্রীপুর প্লাটফর্মে ভাসমান ভিক্ষুক ও অসহায়দের SRT এর খাবার বিতরণ

    শ্রীপুর প্লাটফর্মে ভাসমান ভিক্ষুক ও অসহায়দের SRT এর খাবার বিতরণ

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
    দেশ এখন অঘোষিত লগডাউনে তাই ট্রেন চলাচল বন্ধ আর তাই সবচেয়ে বিপদে আছে ট্রেনে ভিক্ষা করে ও সাহায্য চেয়ে যারা জীবন যাপন করে।

    ট্রেন বন্ধ তাই তারা খেয়ে না খেয়ে ষ্টেশনে দিন রাত পরে থাকে।অসহায় মানুষদের এই অবস্থা দেখে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীপুর SRT.প্রতিদিন দুপুরে SRT এর সদস্যরা রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরন করে থাকে। প্রতিদিনের মতো আজও ষ্টেশনে দুপুর ২ টায় গিয়ে দেখা গেলো SRT এর সদস্যরা ষ্টেশনে অসহায় মানুষদেরকে রান্না করা খাবার বিতরন করছে।SRTএর দলনেতা তুহিন আহমেদ জানান লগডাউনের দিন হইতে এখন পর্যন্ত আমাদের খাবার বিতরন চলছে।ইনশাআল্লাহ প্রতিদিন অব্যহত থাকবে এই খাবার বিতরনের কাজ। SRTএর আরেক সদস্য জুবায়ের আহমেদ জানান যেহেতু তারা ভাসমান তাই তাদের রান্না করার ব্যবস্থা নাই এই জন্য আমরা প্রতিদিন শুকনা খাবার অথবা রান্না করা খাবার বিতরন করছি।